২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

এখনো উত্তাল লেবানন

-

বিক্ষোভকারীদের দাবির মুখে প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করলেও স্থিতিশীলতা আসেনি লেবাননে। রাজনৈতিক সংস্কার ও অর্থনৈতিক সঙ্কট নিরসনের দাবিতে চলমান গণ-আন্দোলন চতুর্থ সপ্তাহে পৌঁছেছে। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা।

বুধবার রাজধানী বৈরুতসহ অন্যান্য শহরে অবস্থিত সরকারি ভবনগুলো ঘিরে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। বিভিন্ন সরকারি ভবনের আশপাশে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয় তারা। প্রতিবাদী জনতা বন্ধ করে রেখেছে বৈরুতের সব বড় রাস্তা। সাথে সাথে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য শহরেও।

আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, বৈরুতে একদল বিক্ষোভকারী জবাবদিহিতা চেয়ে বিচার মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়। তারা প্রেসিডেন্ট মিশেল আউনের ঘোষণা অনুযায়ী দেশে টেকনোক্র্যাটদের নিয়ে একটি নতুন সরকার গঠনের প্রক্রিয়ার বাস্তবায়ন দেখতে চায়।


আরো সংবাদ



premium cement