২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বাগদাদে রকেট হামলায় ইরাকি সেনা নিহত

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস ও রাস্তায় টহলরত এক ইরাকি সেনা - সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে একটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। এতে ইরাকের এক সেনা নিহত এবং তিনজন আহত হয়েছে। গ্রিনজোনের একটি চেক পয়েন্টে ওই হামলার ঘটনা ঘটে।

মার্কিন দূতাবাসের ১০০ মিটারের মধ্যে আরেকটি কাতিউশা রকেট আঘাত হানে তবে সেটি বিস্ফোরিত হয়নি। ইরাকের নিরাপত্তা সূত্র এ খবর দিয়েছে। রকেট হামলার সময় ওই এলাকায় সাইরেন বাজানো হয়। বুধবার রাতে চালানো এ হামলায় দায়-দায়িত্ব অবশ্য তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।

বাগদাদের গ্রিনজোন এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বেশ কয়েকটি দেশের দূতাবাস ও কূটনৈতিক মিশন রয়েছে। এছাড়া, ইরাকের জাতীয় সংসদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের বহু অফিস-আদালত ওই এলাকায় অবস্থিত।

সাম্প্রতিক মাসগুলোতে গ্রিনজোন এলাকায় বেশ কয়েকদফা কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। তবে বুধবার রাতের এ হামলা এমন সময় হলো যখন ইরাকজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ হচ্ছে। পার্সটুডে।


আরো সংবাদ



premium cement