২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সৌদি আরব ও আমিরাতে আরও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

সৌদি আরব ও আমিরাতে আরও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র - ছবি : সংগৃহীত

নিরাপত্তা জোরদার করতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যুক্তরাষ্ট্র আরও সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন।

সৌদি আরবের তেল শিল্পে হামলার ঘটনার মাঝে এ পদক্ষেপ নেয়া হলো।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসবার বলেছেন, এটা প্রথম পদক্ষেপ। সেই সাথে তিনি আরও পদক্ষেপ নেয়ার উদ্যোগ খারিজ করে দেননি।

সৌদি আরব ও ইউএই তাদের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছে বলে জানান এসপার।

এসপার ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড জানান, অতিরিক্ত সেনা মোতায়েনের ব্যাপারে আগামীতে বিস্তারিত জানানো হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিচ্ছেন যে সৌদি আরবের তেল শিল্পে হামলার জবাবে তিনি এখনই ইরানের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবস্থায় যেতে চাচ্ছেন না। কারণ তিনি বিশ্বাস করেন সংযম দেখানো মানে ‘আরও বেশি শক্তি দেখানো হয়’ এবং তিনি সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে চলতে চান।


আরো সংবাদ



premium cement