১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

সৌদি আরবে ২ তেল কারখানায় ড্রোন হামলা

-

ড্রোন হামলার ফলে অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর দুটি কারখানায়। শনিবার এই ঘটনা ঘটলেও ড্রোন হামলা কারা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। হামলার পর কারখানাগুটিতে আগুন ধরে যায়।

আবকাইদ ও খুরাইস প্রদেশে রাষ্ট্রীয় দুটি তেল কারখানায় শনিবার সকালে হামলা হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন। তবে কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছ। ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

সৌদি আরবের সাথে ইরানের বিরোধ অনেকদিনের। গত জুন ও জুলাই মাসে পারস্য উপসাগরে দুটি সৌদি তেল ট্যাঙ্কারে ড্রোন হামলার পর ওই ঘটনার জন্য ইরানকে দায়ী করেছিল সৌদি আরব ও ওয়াশিংটন। অন্য দিকে অভিযোগ অস্বীকার করেছে তেহরান।

এছাড়া ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা প্রায়ই সৌদি আরবের হামলা চালাতে চেষ্টা করে। গত মে মাসে হাউছিরা দুটি তেল কারখানায় হামলা করেছিল। হাউছিদের সরাসরি সমর্থন দিচ্ছে ইরান।


আরো সংবাদ



premium cement