২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মুরসির মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক, অবহেলার অভিযোগ

মিসরের সাবেক প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসি - ফাইল ছবি

মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একমাত্র প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসি সোমবার শুনানি চলাকালে ইন্তেকাল করেছেন। ৬৭ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট দেশটির আদালতের এজলাসেই মৃত্যুবরণ করেন। মিসরের সবচেয়ে জনপ্রিয় নেতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রথম বৈধ প্রেসিডেন্ট ছিলেন তিনি। ক্ষমতা গ্রহণের এক বছরের মধ্যেই তাকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করে কারাগারে বন্দি করে প্রহসনের বিচারের মুখোমুখি করা হয়।

এদিকে মিসরের সাবেক প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসির মৃত্যুর ঘটনা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। পাশাপাশি এই ঘটনায় শোক জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নেতা ও সংস্থার কর্তাব্যক্তিরা। যার কিছু তুলে ধরা হলো-

তুরস্কের প্রেসিডেন্টের শোক

ড. মুরসির মৃত্যুর সংবাদে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে উত্তর দিতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন,‘গাড়ি থেকে নামার সময় আমার কাছে ড. মোহাম্মদ মুরসির মৃত্যুর খবর আসে। আমরা আল্লাহর কাছে আমাদের শহিদ ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ যেন শহিদের ওপর রহম করেন। আদালতের এজলাসেই তার মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমি আল্লাহর কাছে তার জন্য রহমত কামনা করি।’

কাতারের আমিরের শোক

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি তার নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ডে শোক জানিয়ে লিখেন,‘মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির হঠাৎ মৃত্যুর খবর পেয়ে অত্যন্ত মর্মাহত হয়েছি। তার পরিবার ও মিসরবাসীর জন্য সমবেদনা জানাই। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছে সবাইকে ফিরে যেতে হবে।’

ব্রিটিশ এমপি প্যানেলের বিবৃতি

যথাযথ চিকিৎসা সেবা না দেয়ায় সাবেক প্রেসিডেন্ট মুরসির অকাল মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন ব্রিটিশ রাজনীতিক ও আইনজীবীদের একটি প্যানেল। তারা বলেন,‘দীর্ঘদিন ধরে অবহেলার ফলে মুরসির শারীরিক অবস্থা যে পর্যায়ে পৌঁছেছিল, তাতেই তিনি অকালে মারা গিয়েছেন। মিসরের বর্তমান সরকার মুরসির ব্যাপারে এসব বক্তব্যকে মোটেও গুরুত্ব দেয়নি।’

তারা আরো বলেন,‘মৃত্যুর আগে তার পরিবারসহ বিভিন্ন মহল থেকেই সরকারি কর্তৃপক্ষকে মুরসির শারীরিক অবস্থা মোটেও ভালো নয় বলে জানানো হয়েছিল। এ অবহেলায় কারাগারে তার মৃত্যু হতে পারে বলেও সতর্ক করা হয়েছিল। ডায়াবেটিসে আক্রান্ত মুরসিকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না বলে বারবার তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল। এসব কথার কোনো গুরুত্ব দেয়নি সরকার ও কর্তৃপক্ষ। যার ফলশ্রুতিতে মুরসিকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে।’

ব্রিটিশ ইন্ডিপেনডেন্ট ডিটেনশান রিভিউ প্যানেলের বিবৃতি

ড. মুরসির মৃত্যুতে চরম অবহেলার অভিযোগ করেছে ব্রিটিশ ইন্ডিপেনডেন্ট ডিটেনশান রিভিউ প্যানেল। তারা বলছেন, সাবেক এ প্রেসিডেন্টকে কারাবন্দি রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে দেশটির কর্তৃপক্ষ। তার প্রতি অবহেলার কারণে মৃত্যুর আগেই ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসিকেও দায়ী করেছিল যুক্তরাজ্যের বিশেষ স্বাধীন বন্দিত্ব পর্যালোচনা প্যানেল ইনডিপেনডেন্ট ডিটেনশান রিভিউ প্যানেল।

তারাসহ আন্তর্জাতিক কয়েকটি সংস্থা আগেই মিসরকে সতর্ক করে বলেছিল যে, মুরসি কারাগারে অকালে মারা যেতে পারেন। কারণ তার প্রতি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে মিসর সরকার।

মুসলিম ব্রাদারহুডের বিবৃতি

মিসরের জনপ্রিয় মুসলিম সংগঠন মুসলিম ব্রাদারহুড সাবেক প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসির মৃত্যুতে সরকারের অবহেলা ও দায়িত্বশীলতার অভাব উল্লেখ করেছে। এক বিবৃতিতে তারা বলছে, ড. মোহাম্মদ মুরসিকে ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। গ্রেফতার ও পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শুরুর পর থেকেই মুরসির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এবং এরই ধারাবাহিকতায় সোমবার মিসরের আদালতে বিচার চলাকালীন সময়ে তার মৃত্যু হয়।

দেখুন:

আরো সংবাদ



premium cement