১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মধ্যপ্রাচ্যে আবারো তেলবাহী জাহাজে হামলা

-

মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় আবারো তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ওমান উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজ দুটির ক্রুদের নিরাপদে উদ্ধার করা গেছে বলে জানিয়েছে ডেইলি সাবাহ।

গত মাসেও আরব উপসাগরে চারটি ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। যার মধ্যে দুটি ট্যাঙ্কার ছিলো সৌদি আরবের। ওই ঘটনার জন্য ইরানকে দায়ী করা হয়েছিল। যদিও ইরান তা অস্বীকার করেছে।

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতের উপকূলের কাছে বৃহস্পতিবার হামলার শিকার হওয়া জাহাজ দুটির একটির মালিক নরওয়ের তেলপরিবহন সংস্থা ফ্রন্টলাইন। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, মার্শাল আইল্যান্ডের দিকে যাওয়ার সময় ফ্রন্ট অলটেয়ার নামের তাদের একটি ট্যাঙ্কারে হামলা হয়েছে। পাশে থাকা আরেকটি নৌযান ওই ট্যাঙ্কারের ক্রুদের উদ্ধার করেছে।

ট্যাঙ্কারটি তাইওয়ানের রাষ্ট্রীয় কোম্পানি ভাড়া করেছিল। তাদের হয়ে ৭৫ হাজার টন পেট্রোক্যামিকেল বহন করছিলো সেটি। দুপুরের দিকে ট্যাঙ্কারটিতে একটি টর্পেডো আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে হামলার পর এই জাহাজটি ডুবে গেছে বলে জানিয়েছে রয়টার্স। ইরানের বার্তাসংস্থা ইরনার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে একথা।

হামলার শিকার অপর জাহাজটির নাম কোকুকা কোরাজিয়াস, যেটি যাচ্ছিল পানামার দিকে। দ্বিতীয় এই জাহাজটির ডুবে যাওয়ার ঝুঁকি নেই বলে জানা গেছে। এই জাহাজটির মালিক সিঙ্গপুর ভিত্তিক একটি কোম্পানি। তারা জানিয়েছে, জাহাজটি আরব আমিরাত উপকূল থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে ছিল, আর ইরান উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল দূরে ছিল।


আরো সংবাদ



premium cement
দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল

সকল