২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইরানের ভয় দেখিয়ে সৌদিতে বোমা বিক্রির ধান্ধায় ট্রাম্প

ট্রাম্প ও রুহানি - সংগৃহীত

ইরানের সাথে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক ফায়দা লোটার ধান্ধা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলার ভয় দেখিয়ে সৌদি আরবের কাছে বোমা বিক্রি করার পরিকল্পনা করছে ট্রাম্পের প্রশাসন। বুধবার ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারফি এক টুইটবার্তায় এ কথা বলেন।

টুইটে ক্রিস মারফি লেখেন, ইরান হামলা চালাতে পারেÑ এমন ভয় দেখিয়ে সৌদি আরবের কাছে বোমা বেচতে পারে ট্রাম্প প্রশাসন। ইয়েমেনে সৌদি হামলায় বেসামরিক মানুষের ব্যাপক মৃত্যুতে কয়েক মাস ধরেই এ ধরনের বোমা বিক্রি বন্ধ রেখেছে কংগ্রেস। ডেমোক্রেটিক এই সিনেটর এক টুইটবার্তায় সবাইকে সতর্ক করে বলেন, ‘যত দূর শুনেছি, অস্ত্র নিয়ন্ত্রণ আইনের ফাঁকফোকর ব্যবহার করতে চাইছেন ট্রাম্প। এতে কংগ্রেসকে আপত্তির সুযোগ না দিয়ে ইয়েমেনের কাছ থেকে ফেরত আসা অস্ত্রের বিশাল এক চালান সৌদি আরবে বিক্রি করা হতে পারে। এ সপ্তাহেই এমনটা ঘটতে পারে।’

কংগ্রেসের সহযোগীরা বলছেন, আন্তর্জাতিক অস্ত্র লেনদেনের ক্ষেত্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের বেশ কিছু বিধান রয়েছে। প্রেসিডেন্ট চাইলে দেশের জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের অনুমোদন না নিয়েই অস্ত্র বিক্রির অনুমতি দিতে পারেন। সে ক্ষেত্রে রিপাবলিকান প্রেসিডেন্ট ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনা পুঁজি করে সৌদি আরবে আরো বেশি করে সামরিক সরঞ্জাম পাঠাতে পারেন। সৌদিকে আরব অঞ্চলের নিজেদের গুরুত্বপূর্ণ মিত্র মনে করছে মার্কিনরা। সৌদি আরবে অস্ত্র ব্যবসায় বাড়িয়ে ইরানের বিরুদ্ধে শক্তি বাড়াতে চাইছেন ট্রাম্প। এর আগে অভিবাসীদের ক্রমাগত আগমনকে ট্রাম্প দেশের জরুরি অবস্থা ঘোষণা করেন। তখন কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রায় ৬ বিলিয়ন ডলার খরচ করে মেক্সিকো সীমান্তে দেয়াল তুলে দেন তিনি। ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা সবাই এই পদক্ষেপের বিরোধিতা করলেও তাতে কান দেননি ট্রাম্প। এর ফলে প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পের পদত্যাগের দাবি ওঠে।

তবে সৌদি আরবে ঠিক কী ধরনের সরঞ্জাম বিক্রি করা হবে বা কবে এই লেনদেন ঘটবে- এ ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ধরনের কোনো উদ্যোগ যে কংগ্রেসের পক্ষ থেকে বাধার সম্মুখীন হবে তা বলাই বাহুল্য। ট্রাম্পের অনুসারী রিপাবলিকানরা থেকে শুরু করে মার্ফির মতো ডেমোক্র্যাটরা সিনেটেও প্রতিরোধ গড়ে তুলবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল