২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

তিন ইসলামী চিন্তাবিদের মৃত্যুদণ্ড কার্যকর করবে সৌদি

- ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসের শেষে প্রখ্যাত তিন ইসলামী স্কলারের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে সৌদি আরব। এই তিন সুন্নি ইসলামী স্কলারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার বেশ কিছু অভিযোগ আনা হয়েছে।

দেশটির সরকারি দু’টি সূত্র ও অভিযুক্ত এক স্কলারের স্বজনেরা এ তথ্য জানিয়েছে। এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি পরিচিতি রয়েছে শেখ সালমান আল-আওদাহ নামের এক স্কলারের। তুলনামূলক প্রগতিশীল দৃষ্টিভঙ্গির জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত তিনি। ২০১৭ সালের জুনে প্রতিবেশী কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন ও সংশ্লিষ্টতার অভিযোগ এনে অবরোধ আরোপ করে সৌদি আরব।

এই অবরোধ আরোপের তিন মাস পর সেপ্টেম্বরে দেশ দু’টির চলমান উত্তেজনা নিয়ে একটি টুইট করেন আল-আওদাহ। টুইটে সৌদি আরব এবং কাতারের পুনর্মিলন কামনা করেন তিনি। এই টুইট করার পরপরই তাকে গ্রেফতার করা হয়।

একই সময়ে সুন্নি প্রচারক, অধ্যাপক ও লেখক আওয়াদ আল-কারনি এবং জনপ্রিয় প্রচারক আলী আল-ওমারিকে গ্রেফতার করা হয়। এই তিন ইসলামী চিন্তাবিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।


আরো সংবাদ



premium cement