২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সিরিয়ায় আইএসের সর্বশেষ ঘাঁটিতে মরণপণ লড়াই

সিরিয়ায় আইএসের সর্বশেষ ঘাঁটিতে মরণপণ লড়াই - ছবি : এএফপি

সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস)-এর সর্বশেষ ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে মার্কিন সমর্থিত বাহিনী মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। মঙ্গলবারও এ লড়াই অব্যাহত রয়েছে। এদিকে তুমুল লড়াইয়ের কারণে শত শত লোক এ অঞ্চল থেকে অন্যত্র পালিয়ে যাচ্ছে।

বেসামরকি নাগরিকদের এখান থেকে চলে যেতে এক সপ্তাহেরও বেশি সময় লড়াইয়ে বিরতি দিয়েছিল সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) বাহিনী। তারা আইএসের সর্বশেষ ঘাঁটি ‘বাঘৌজ পকেটে’র নিয়ন্ত্রণ নিতে শনিবার পুনরায় যুদ্ধ শুরু করে।

এসডিএফ মুখপাত্র মুস্তাফা বালি জানান, মঙ্গলবার প্রচ- যুদ্ধ অব্যাহত রয়েছে। যুদ্ধ এলাকা থেকে শত শত লোক পালিয়ে গেছে।
তিনি বলেন, এক সকালেই ৬ শ' নাগরিকের একটি দল বাঘৌজ থেকে পালিয়ে এসেছে। এখন তাদের তল্লাশী করা হচ্ছে।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, নতুন যারা এসেছে তাদের মধ্যে ফ্রান্স এবং জার্মানীর নারী ও শিশু রয়েছে।
সংগঠনটির প্রধান রামি আব্দেল রহমান বলেন, পালিয়ে আসা অধিকাংশই বিদেশী।

এদিকে জোট মুখপাত্র স্যাঁ রায়ান বলেন, মার্কিন সমর্থিত বাহিনী পাল্টা হামলার মুখে পড়ছে। জোট বাহিনী হামলা চালাচ্ছে এবং আইএসও এর পাল্টা জবাব দিচ্ছে।


আরো সংবাদ



premium cement

সকল