১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সিরিয়ায় দূতাবাস পুনরায় খুলছে না সৌদি আরব

-

সিরিয়ার রাজধানী দামেস্কে দূতাবাস পুনরায় খোলার খবর সৌদি আরব সোমবার নাকচ করে দিয়েছে।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-আসাফের বরাত দিয়ে কয়েকটি ওয়েবসাইট খবর দিয়েছিল যে, সৌদি আরব বৃহস্পতিবার দামেক্সে তাদের দূতাবাস পুনরায় খুলতে পারে।

সোমবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যে বিবৃতিটি উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়া।

গত মাসে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সিরিয়ার সশস্ত্র বিরোধী গোষ্ঠীকে সমর্থন জানিয়ে দামেস্কে তাদের দূতাবাস পুনরায় খোলার ঘোষণা দিয়েছিল। গত সাত বছর ধরে তাদের দূতাবাসগুলো বন্ধ করে রাখা হয়েছে।

২০১১ সালে আসাদবিরোধী আন্দোলন শুরু হলে দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়। ফলশ্রুতিতে শুরু হয়ে যায় গৃহযুদ্ধ।


আরো সংবাদ



premium cement