২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সিরিয়ায় মানবিক সহায়তার মেয়াদ বাড়িয়েছে জাতিসংঘ

-

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় মানবিক সহায়তার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে। খবর এএফপি’র।
রাশিয়ার অনীহা সত্ত্বেও নিরাপত্তা পরিষদ এ অনুমোদন দেয়। রাশিয়া এই মেয়াদ ৬ মাস বৃদ্ধি করার মত দিয়েছিল। যুক্তরাষ্ট্র এবং নিরাপত্তা পরিষদের বেশীর ভাগ সদস্যদেশ সিরিয়ায় আরো এক বছর মানবিক সহায়তা সরবরাহের সমর্থন দিয়েছে।

জাতিসংঘের হিসেবে সরকার নিয়ন্ত্রিত নয় এমন এলাকায় ৪৩ লাখ লোকের মানবিক সহায়তা প্রয়োজন। সিরিয়ার যুদ্ধ অবসানে জাতিসংঘ কূটনীতিকদের সামান্য অগ্রগতি সত্ত্বেও দেশটিতে জাতিসংঘ ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। এটি জাতিসংঘের বৃহত্তম ত্রাণ সহায়তা প্রচেষ্টা।
৭ বছরের সিরীয় যুদ্ধে ৩ লাখ ৬০ হাজারের বেশী লোক মারা গেছে। লাখ লাখ লোক উদ্বাস্তু হয়েছে।


আরো সংবাদ



premium cement