২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলছে: ইরান

মোহাম্মাদ জাওয়াদ জারিফ -

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অস্ত্রের চেয়ে অনেক বেশি অস্ত্র সরবরাহ করে এ অঞ্চলকে বিস্ফোরণোন্মুখ অবস্থায় নিয়ে গেছে আমেরিকা।

শনিবার রাজধানী তেহরানে অনুষ্ঠানরত সন্ত্রাসবাদ-বিরোধী আন্তঃসংসদীয় সম্মেলনের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, আমেরিকা অবিশ্বাস্য মাত্রায় মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি করে যা এ অঞ্চলের প্রয়োজনের তুলনায় অনেক বেশি। মার্কিন সরকার ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যে যে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করতে তা শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কোনো সাহায্য করছে না।

ইরান সম্প্রতি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন সে সম্পর্কে এক প্রশ্নের জবাবে জারিফ বলেন, পম্পেও বাস্তবতাকে উল্টোভাবে চিত্রায়িত করেছেন। পম্পেওর অভিযোগ নিরর্থক মন্তব্য করে জারিফ আরো বলেন, ইউরোপের সাথে ইরানের সম্পর্ক নষ্ট করার জন্য আমেরিকা এ অভিযোগ তুলেছে। আমেরিকা সারা বিশ্বে একঘরে হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।


আরো সংবাদ



premium cement