২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মিসরে ব্রাদারহুড নেতা বাদাবিসহ ৬ জনের যাবজ্জীবন

-

সহিংসতায় জড়িত থাকার অভিযোগে মুসলিম ব্রাদারহুডের নেতাসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মিসরের একটি আদালত।

কায়রো ক্রিমিনাল কোর্ট ব্রাদারহুড নেতা মোহাম্মদ বাদাবি, তার দ্বিতীয় শীর্ষ নেতা খাইরাত আল-শাতের এবং অন্য আরো চার ব্যক্তিকে বুধবার এ সাজা দেয়।

২০১৩ সালে সেনাঅভ্যুত্থানে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর সংঘটিত সহিংসতার পরিকল্পনা ও গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

আদালতটি এ মামলায় সাবেক সংসদ স্পিকার সাদ আল-কাতাতনি এবং সদস্য ইশাম আল-ইরিয়ান ও মোহাম্মদ আল-বেলতাগিকে খালাস দিয়েছে।

মুরসির পতনের পর মিসরীয় কর্তৃপক্ষ দেশব্যাপী নিষ্ঠুর আচরণ করছে। হত্যা করা হয়েছে ব্রাদারহুডের হাজারো নেতাকর্মীকে, জেলে পাঠানো হয়েছে আরো বহু জনকে।


আরো সংবাদ



premium cement