২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইসরাইলি সৈন্যদের গুলিতে ১৪ ফিলিস্তিনি আহত

ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরাইলি সেনাদের হামলার দৃশ্য - এএফপি

গাজা সীমান্তে শুক্রবার এক বিক্ষোভকালে ইসরাইলি সৈন্যদের গুলিতে অন্তত ১৪ ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। গত সপ্তাহে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরের পর ফিলিস্তিনিদের ওপর এই হামলার ঘটনা ঘটল।

শুক্রবার অনুষ্ঠিত এই বিক্ষোভে হাজার হাজার লোক অংশ নেয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, সীমান্তে ইসরাইলি বাহিনীর গুলি বর্ষণের ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশু রয়েছে। শিশুটি গাজা ভূখন্ডের মধ্যাঞ্চলে আল-বুরেইজ উদ্বাস্তু শিবিরে অবস্থানের সময় বুকে গুলিবিদ্ধ হয়।

বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিনিধি বলেন, বিক্ষোভকারীরা ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে জ্বলন্ত চাকা বা দাহ্য বহনকারী বেলুন ছুঁড়ে মারে।

চলতি বছরের মার্চ মাসে সীমান্তে বিক্ষোভ শুরুর পর থেকে ফিলিস্তিনিরা দখলদার ইসরাইলের বিরুদ্ধে এ ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ চালিয়ে আসছে।

মিশরের মধ্যস্থতায় স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি গত ১৩ নভেম্বর ভেঙে যাওয়ার পর টানা দ্বিতীয় শুক্রবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ



premium cement