২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

খাসোগির দেহের কিছু অংশের সন্ধান!

জামাল খাসোগি - ছবি : সংগ্রহ

ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নিহত ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগির দেহের অংশ পাওয়ার খবর পাওয়া গেছে। সেই
সাথে জানা গেছে, হত্যার পর কিভাবে তার মুখ বিকৃত করা হয় তার ভয়াবহ বর্ণনা। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তুরস্কের স্কাই নিউজের রিপোর্টে বলা হয়েছে, ইস্তাম্বুলে সৌদি কাউন্সেল জেরারেলের বাসভবনের বাগান থেকে জামাল খাসোগির দেহের অংশ পাওয়া গেছে। তুরস্কের বিভিন্ন আইনি ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এই খবর পরিবেশন করেছে। তবে সংবাদ মাধ্যমটি এ ব্যাপারে আর বিস্তারিত কিছু জানায়নি। নিরপেক্ষভাবে এই খবরের সত্যতাও যাচাই করতে পারেনি সাংবাদিকরা। স্কাই নিউজের বরাত দিয়ে এই খবর দিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক নিউজ ডট কম।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এই হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য পার্লামেন্টে দেয়া বক্তৃতায় তুলে ধরার পরই এই খবর পাওয়া গেল। খাসোগির হত্যাকাণ্ডকে সৌদি কর্মকর্তাদের পরিকল্পিত হত্যা বলে প্রমাণ সাপেক্ষে সাব্যস্ত করেছেন এরদোগান। এরদোগান বলেছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সৌদি আরব থেকে গিয়ে একটি টিম এই হত্যাকাণ্ড ঘটায়।

ওই বক্তৃতায় এরদোগান বলেন, খাসোগির লাশের সন্ধান করা হচ্ছে, এ বিষয়ে কাজ করছে তুরস্কের পুলিশ ও গোয়েন্দাদের কয়েকটি
টিম।

খাসোগি হত্যা পূর্বপরিকল্পিত: এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান অবশেষে উন্মোচন করলেন সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের রহস্য। তিনি বলেছেন, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক ও শাসকদের সমালোচক জামাল খাসোগিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পার্লামেন্টে দেয়া বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট মঙ্গলবার বলেন, গত ২ অক্টোবর জামালা খাসোগিকে হত্যা করার কয়েক দিন আগেই সৌদি কর্মকর্তারা খাসোগিকে হত্যা করার পরিকল্পনা করে।


তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সৌদি সরকার গুরুত্বপূর্ণ কাজ করেছে। আমরা এখন সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানাই, শীর্ষ থেকে নিম্ন পর্যায় পর্যন্ত এ ঘটনায় জড়িতদের নাম প্রকাশে যথাযথ ব্যবস্থা নিতে।’

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সবার মনেই প্রশ্ন জাগছে যে কেন সেই ১৫ জন লোক ঘটনার দিনই ইস্তাম্বুলে এসেছিলো, কে তাদের নির্দেশদাতা সেটি আমাদের জানা দরকার’।

গত কয়েক দিন ধরেই তুর্কি পুলিশ তদন্ত করছে বিষয়টি। তাদের তদন্তে ধীরে ধীরে রহস্যের জট খুলতে শুরু করে। হত্যাকাণ্ডের পর প্রথম ২ সপ্তাহ সৌদি আরব এ বিষয়ে অস্বীকার করলেও তারা এক পর্যায়ে স্বীকার করতে বাধ্য হয় যে খাসোগিকে হত্যা করা হয়েছে। একের পর এক প্রমাণ উন্মোচিত হওয়ার কারণে সৌদি সরকার কোন উপায় না পেয়েই স্বীকার করে।

সোমবারই তুর্কি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছিলে  যে, মঙ্গলবার সকালে পার্লামেন্টে দেয়া বক্তৃতায় এই রহস্য নিয়ে কথা বলবেন তুর্কি প্রেসিডেন্ট। সে সময় তিনি প্রকাশ করবেন হত্যাকাণ্ড সম্পর্কে তদন্তে বের হয়ে আসা অনেক না জানা কথা। তারা বলেছিলেন, প্রেসিডেন্ট মঙ্গলবারের বক্তৃতায় এই ‘নোংরা সত্য’ নিয়ে কথা বলবেন।

এরদোগান তার বক্তৃতায় বলেন, ‘তিন সদস্যের একটি সৌদি দল হত্যাকাণ্ডের এক দিন আগে ইস্তাম্বুল আসে। তারা ইস্তাম্বুল ও ইয়ালোভার বনাঞ্চলেও গিয়েছিলো।’ তিনি বলেন, আরো দুটি পৃথক দলে ভাগ হয়ে কনস্যুলেটে আসে হত্যাকারীরা।

এরদোগান বলেন, ‘সৌদি কনস্যুলেটের ক্যামেরাগুলো সরিয়ে ফেলা হয়। হার্ড ডিস্ক থেকে সব ভিডিও ও ছবি সরিয়ে দেয়া হয়। খাসোগি কনস্যুলেট ভবন থেকে বেড়িয়ে গেছেন এমন কোন প্রমাণ পাওয়া যায়নি। সৌদি সরকার এই ঘটনার কথা ৪ অক্টোবর অস্বীকার করে, কনসাল জেনারেল রয়টার্সের এক সাংবাদিককে আমন্ত্রণ করে দেখানোর চেষ্টা করে যে কিছুই ঘটেনি সেখানে’।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সৌদি কনস্যুলেটের ভেতরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তবে ভুললে চলবে না যে এটি হয়েছে তুরস্কের মাটিতে। ..... প্রমাণ বলছে, পরিকল্পিত কাজের ফল হিসেবেই হত্যাকাণ্ড হয়েছে। ওই দলটি কেন ইস্তাম্বুল এসেছিলো? তাদের কে নির্দেশনা দিয়েছে? কনস্যুলেট কেন এতদিন পর আমাদের তদন্ত করার অনুমতি দিয়েছে? কেন তাদের বক্তব্যের মধ্যে একেক ধরনের তথ্য ছিলো? হত্যার শিকার মানুষটির লাশ কোথায়? আমাদের সেসব প্রশ্নের উত্তর জানা দরকার।’

তিনি বলেন, ‘আমি সৌদি সরকারকে অনুরোধ জানাই খাসোগি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ইস্তাম্বুলেই বিচারের আওতায় আনার সুযোগ দিতে।’


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা

সকল