২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

খাশোগিকে হত্যা : আজ ‘প্রকৃত সত্য’ প্রকাশ করবেন এরদোগান

আঙ্কারা জানায়, এটি ছিল একটি ‘সুপরিকল্পিত’ হত্যাকাণ্ড - সংগৃহীত

ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ব্যাপারে তুর্কি প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান আজ মঙ্গলবার ‘প্রকৃত সত্য’ প্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আঙ্কারা জানিয়েছে, এটি ছিল একটি ‘সুপরিকল্পিত’ হত্যাকাণ্ড। এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ওয়াশিংটন পোস্টের কলাম লেখকের মৃত্যুর ব্যাপারে দেয়া রিয়াদের ব্যাখ্যায় ‘সন্তুষ্ট নন’ এবং তিনি আরো বলেন, এ হত্যার ঘটনায় ক্ষমতাধর সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ভাবমুর্তি নষ্ট হয়েছে। ট্রাম্পের এমন বক্তব্যের পর এ ব্যাপারে এরদোগান প্রকৃত সত্য প্রকাশ করতে যাচ্ছেন।

সৌদি যুবরাজের কট্টর সমালোচক খাশোগি (৫৯) তার বিয়ে সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন।

এর কয়েকদিন পর তুরস্কের এক সরকারি সূত্র জানায়, ইস্তাম্বুলে পাঠানো একটি বিশেষ দল খাসোগিকে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করেছে। ১৭ অক্টোবর তুরস্কের এক সংবাদপত্রের খবরে বলা হয়, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভিতরে তাকে নির্যাতন করে টুকরো টুকরো করে কেটে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে প্রায় দুই সপ্তাহ নীরব থাকার পর সৌদি আরব শনিবার স্বীকার করে যে কনস্যুলার দফতরে তর্কবিতর্কের এক পর্যায়ে মারামারিতে খাশোগি নিহত হয়েছেন। আর তাদের এই ব্যাখ্যা শত্রু ও মিত্র সবাই প্রত্যাখান করেছেন।

রিয়াদের প্রাথমিক ব্যাখ্যার ব্যাপারে ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘খাশোগির নিহত হওয়ার ব্যাপারে দেয়া রিয়াদের এমন ব্যাখ্যা যথেষ্ট নয় এবং আমি এতে সন্তুষ্ট হতে পারিনি। এ ব্যাপারে আমি দ্রুত আরো ব্যাখ্যা আশা করছি।’

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভান মুচিন ইতোমধ্যে রিয়াদে যুবরাজের সাথে রুদ্ধদ্বার বৈঠকে এ ব্যাপারে কথা বলেছেন।

হোয়াইট হাউসের উপদেষ্টা ও ট্রাম্পের জামাই জারেড কুশনার বলেন, তিনি যুবরাজ মোহাম্মাদকে এ ব্যাপারে সম্পূর্ণ স্বচ্ছ থাকার আহবান জানিয়েছেন। কেননা, বিষয়টির দিকে সারা বিশ্বের তীক্ষ্ম নজর রয়েছে।

 

খাশোগি হত্যায় ট্রাম্পের জামাতাও জড়িত!

সিএনএন

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার বিষয়টি ইতোমধ্যে স্বীকার করেছে সৌদি আরব। কিন্তু এই হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারও জড়িত বলে ইঙ্গিত দিলেন দেশটির হাউজ অব রিপ্রেজেন্টেটিভের পররাষ্ট্র ও গোয়েন্দা বিষয়ক কমিটির সদস্য জোয়াকুইন ক্যাস্ট্রো।

শুক্রবার সকালে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দেন এই আমেরিকান আইনপ্রণেতা। তিনি টেক্সাসের স্যান অ্যান্টোনিও থেকে নির্বাচিত প্রভাবশালী ডেমোক্র্যাট কংগ্রেসম্যান।

ক্যাস্ট্রো বলেন, আমার মতে এই মুহূর্তের সবচেয়ে বিরক্তিকর বিষয়টি নিয়ে আমি কিছু বলতে চাই। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে সঙ্গে নিয়ে জ্যারেড কুশনার সৌদি ক্রাউন প্রিন্সকে(মোহাম্মদ বিন সালমান) একটি হিট লিস্ট(শত্রুদের তালিকা) দিয়েছিলেন বলে খবরে বলা হয়েছে।

তিনি বলেন, এই হিট লিস্টের ভিত্তিতে প্রিন্স যাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, তাদেরই একজন হলেন খাশোগি।
তার কথার মাঝখানেই রিপোর্টার পপি হারলো বলেন, সিএনএনে প্রকাশিত কোনও রিপোর্টে এই দাবি করা হয়নি। এমনকি প্রধান কোনও আমেরিকান মিডিয়াতেই এটা নিয়ে রিপোর্ট হয়নি। বিস্তারিত কিছু না বলে তিনি দাবি করেন, আমি দেখেছি এবং এটার তদন্ত হওয়া উচিত।

দ্য টেক্সাস ট্রিবিউনকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, খাশোগি হত্যার পরিকল্পনায় জ্যারেড কুশনারকে অভিযুক্ত করার কোনও ইচ্ছাই আমার নেই কিন্তু বিষয়টি পরিষ্কার হওয়া উচিত। কিন্তু কিছু গণমাধ্যমে রিপোর্টে কুশনার এবং মোহাম্মদ বিন সালমানের সম্পর্কের বিষয়টি উঠে এসেছে।

এটাই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা এবং একটি স্বচ্ছ আমেরিকান পররাষ্ট্রনীতি প্রত্যাশীদের উদ্বিগ্নতার কারণ বলেও উল্লেখ করেন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের পররাষ্ট্র ও গোয়েন্দা বিষয়ক কমিটির এই সদস্য।

জোয়াকুইন ক্যাস্ট্রো বলেন, জ্যারেড বা কোনও প্রশাসনিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তথ্য সৌদি আরবকে দিয়েছে কিনা তা তদন্ত করা উচিত কংগ্রেসের। এর ফলেই খাশোগি হত্যার মতো ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা উচিত।

দেখুন:

আরো সংবাদ



premium cement

সকল