২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

খাশোগিকে হত্যার যেসব প্রমাণ পাওয়ার দাবি তুরস্কের

খাশোগিকে হত্যার যেসব প্রমাণ পাওয়ার দাবি তুরস্কের। - সংগৃহীত

ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে তল্লাশি করে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অভিযোগের সপক্ষে প্রমাণ পাওয়ার দাবি করেছেন তুর্কি কর্তৃপক্ষ। তুরস্কের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি সূত্র সংবাদমাধ্যম আল জাজিরা’কে বলেছে, ‘জামাল খাশোগিকে সৌদি কনস্যুলেটের মধ্যেই হত্যা করা হয়েছে—নিজেদের এমন দাবির সপক্ষে প্রমাণ পেয়েছেন তারা।'

জামাল খাশোগি গত সপ্তাহে প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তানবুল শহরের সৌদি কন্স্যুলেটে প্রবেশের পর আর বের হননি। সৌদি আরব অবশ্য বলছে, খাশোগি কনস্যুলেট ভবন থেকে বের হয়ে গেছেন। তবে তুরস্কের পক্ষ থেকে এর প্রমাণ চাওয়া হলে তা সরবরাহে ব্যর্থ হয়েছে রিয়াদ। তুরস্কের দাবি, তাদের তদন্তকারীদের হাতে নিশ্চিত প্রমাণ রয়েছে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে তুরস্কে আসা ১৫ সদস্যের একটি সৌদি দল এই হত্যাকা- ঘটিয়েছে বলে অভিযোগ আঙ্কারার। এবার নিজের দাবির পক্ষে প্রমাণ পাওয়ার দাবি করলো তুরস্ক।

সোমবার রাতে তুর্কি পুলিশের একটি তদন্ত দল ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করে। সেখানে প্রায় ৯ ঘণ্টা তল্লাশি শেষে মঙ্গলবার ভোরে তা দূতাবাস ত্যাগ করেন। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনুসন্ধানী দলটিতে অপরাধ তদন্ত বিভাগের ১০ জন সদস্য ছিলেন। তারা চারটি গাড়িতে করে এসে সৌদি কনস্যুলেটের বাইরে থামেন। তারা সেখানকার বাগানের মাটির নমুনা ও একটি ধাতব দরজা নিয়ে গেছেন। এই তদন্ত দলে পুলিশের একটি প্রশিক্ষিত কুকুরও ছিল।

একই সময় সৌদি আরবে একটি তদন্ত দলও কনস্যুলেটের ভেতরে অনুসন্ধান চালিয়েছে। এর আগে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছিল, সোমবার বিকাল কিংবা সন্ধ্যায় তুর্কি-সৌদি যৌথ তদন্ত দল কনস্যুলেটটি তল্লাশি করবে। তল্লাশি শেষে তুর্কি তদন্ত দল চলে যাওয়ার কিছুক্ষণ পর সৌদি তদন্ত দলও সেখান থেকে বের হয়েছে।

ইস্তানবুল থেকে আল জাজিরার প্রতিনিধি জামাল এলশায়াল বলেন, এই ইস্যুতে কয়েক দিনের অচলাবস্থার পর এটা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তুর্কি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আরও বলেছে, তাদের তদন্ত দল কনস্যুলেটের ভেতরে প্রমাণ নষ্ট করার আলামতও পেয়েছেন। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে কনস্যুলেট তল্লাশির ফল জানানো হবে বলেও জানিয়েছে দফতরটি।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সৌদি আরব জামাল খাশোগির নিহত হওয়ার বিষয়টি স্বীকার করতে যাচ্ছে। আর নিউ ইয়র্ক টাইমস বলেছে, সৌদি আরবের নতুন ভাষ্য হবে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান খাশোগিকে জিজ্ঞাসাবাদ বা আটক করে দেশে নিয়ে আসার বিষয়টি অনুমোদন করেন। কিন্তু গোয়েন্দা কর্মকর্তারা তা করতে ব্যর্থ হন। একজন গোয়েন্দা কর্মকর্তা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভুলবশত তাকে হত্যা করেন। পরে ওই কর্মকর্তা নিজেকে বাঁচানোর জন্য বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনায় ‘দুর্বৃত্ত হত্যাকারীরা’ দায়ী বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘বাদশাহ (সালমান) এই বিষয়ে কিছু জানার কথা পুরোপুরি অস্বীকার করেছেন।’ ট্রাম্প বলেন, ‘এটা শুনে মনে হয়েছে দুর্বৃত্ত হত্যাকারীরা এই ঘটনায় দায়ী হতে পারে। আমি বলতে চাচ্ছি, কে জানে? আমরা দ্রুতই এই ঘটনার তলানিতে পৌঁছাতে যাচ্ছি, কিন্তু সৌদি বাদশাহ বিষয়টি সোজাসুজি অস্বীকার করেছেন।’

খাশোগি একসময় সৌদি সরকারের উপদেষ্টা থাকলেও একপর্যায়ে সরকারের নানা কাজের সমালোচনা করা শুরু করেন এবং ২০১৭ সাল থেকে তিনি আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে চলে যান। সেখানে তিনি ওয়াশিংটন পোস্টে কলামিস্ট হিসেবে কাজ করতেন।


আরো সংবাদ



premium cement
আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবার কবরে শুয়ে ছেলের প্রতিবাদ ইসরাইলি হামলায় গাজায় আরো ৭১ জন নিহত পানছড়ি উপজেলায় চলমান বাজার বয়কট স্থগিত ঘোষণা আওয়ামী লীগ দেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে : দুদু

সকল