২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কোনো যুদ্ধের ঝুঁকিতে নেই ইরান

কোনো যুদ্ধের ঝুঁকিতে নেই ইরান - সংগৃহীত

ইরানের স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি বলেছেন, তার বাহিনী দেশের মানুষকে আশ্বস্ত করছে যে এ মুহূর্তে যুদ্ধের কোনো ঝুঁকি বাড়ছে না। যুদ্ধের ঝুঁকি না থাকার অর্থ এই নয় যে, ইরানের সেনাবাহিনী তাদের প্রস্তুতি বন্ধ করে দেবে বরং সর্বোচ্চ নেতা ও সামরিক বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ খামেনীর নির্দেশ মতো সেনাবাহিনী সবসময় বাংকারে থাকার মতো অবস্থা অনুভব করে।

রোববার ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশের কম্ব্যাট ইউনিট পরিদর্শনের সময় জেনারেল হায়দারি এসব কথা বলেন।     

তিনি আরো বলেন, ইরানের প্রতিরক্ষা ও যুদ্ধ প্রস্তুতি এমন সীমায় পৌঁছেছে যে, শত্রুদেরকে সেনাবাহিনী বাদ দিয়ে অন্য কিছু নিয়ে ষড়যন্ত্র করতে হবে। ইরানকে মোকাবেলার চিন্তা তারা বাদ দিতে বাধ্য হয়েছে ইরানের সেনাবাহিনীর প্রস্তুতি ও স্বয়ংসম্পূর্ণতার কথা বিবেচনা করে। জেনারেল হায়দারি বলেন, ইরানের সেনাবাহিনী তাদের সমস্ত চাহিদা নিজেরাই পূরণ করছে।


আরো সংবাদ



premium cement