২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শিশু শহীদদের স্মরণে দুধের শিশুদের মহাসমাবেশ

শিশু শহীদদের স্মরণে দুধের শিশুদের মহাসমাবেশ - সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। খোদাদ্রোহীদের হাতে শিশুদের শাহাদতের স্মরণে অনুষ্ঠিত হয় এই বিশেষ শিশু সমাবেশ।

মায়েদের উপস্থিতিতে এই সমাবেশে শিশুদের শাহাদতকে স্মরণ করা হয়। সমাবেশে লাখ লাখ দুধের শিশু অংশ নেয়।

শোকার্ত মায়েরা তাদের শিশুকে কোলে নিয়ে এই অনুষ্ঠানে অংশ নেন। ফলে সৃষ্টি হয় হৃদয়-বিদারী শোকের পরিবেশ। এ ছাড়াও তারা এ সময় শিশু ও অন্যদের মধ্যে দুধ বিতরণ করে থাকেন।

মৃত্যুর ঝুঁকিতে ৫ লাখ ৯০ হাজার শিশু
মিডল ইস্ট মনিটর, ১৩ সেপ্টেম্বর ২০১৮

বিশ্বে প্রতিদিন ১ হাজার ৬০০ শিশুর না খেয়ে মৃত্যু হয়। যুদ্ধবিধ্বস্ত এলাকায় থাকা ৫ বছরের কম বয়সী ৪৫ লাখ শিশু পুষ্টিহীনতায় ভুগছে। এদের মধ্যে ৫ লাখ ৯০ হাজার শিশুর মৃত্যু হতে পারে।

শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেন এসব তথ্য জানিয়েছে।


যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রতি তিনজনের দুইজন শিশু চিকিৎসা থেকে বঞ্চিত হবেন। ফলে প্রাণ হারাবেন ৫ লাখেরও বেশি শিশু। প্রতি মিনিটে ক্ষুধা যন্ত্রণায় বিশ্বে ১৬০০ শিশু মারা যায়। ফলে মিনিটে মারা যায় একজন।

অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সিরিয়া, ইয়েমেন ও দক্ষিণ সুদানে এই চিত্র খুবই স্পষ্ট। ২০১৭ সালে ১৪৬০টি ক্ষেত্রে শিশুদের বিরুদ্ধে ‘গর্হিত’ মানবধিকার লঙ্ঘন করা হয়েছে। ২০১৬ সালে এই সংখ্যা ছিলো ১ হাজার ১৪ জন।

দারিদ্র্য, সংঘাত ও কন্যাশিশুর প্রতি বৈষম্যের ঝুঁকিতে রয়েছে বিশ্বের মোট শিশুর অর্ধেক। ১২০ কোটি শিশু আলাদাভাবে এই তিনটি ঝুঁকিতে আছে। এদের মধ্যে ১৫ কোটি ৩০ লাখ শিশু একসাথে তিনটি ঝুঁকির মুখে রয়েছে।

দারিদ্র্য কবলিত দেশগুলোতে ঝুঁকির মুখে বাস করছে প্রায় ১০০ কোটি শিশু, যুদ্ধ ও সংঘাত ২৪ কোটি শিশুর জীবনকে প্রভাবিত করছে এবং নারীদের বিরুদ্ধে বৈষম্য স্বাভাবিক বিষয় এমন দেশে ৫৭ কোটি ৫০ লাখ কন্যাশিশু রয়েছে ঝুঁকির মুখে।


আরো সংবাদ



premium cement
বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন জিআই স্বীকৃতির সাথে গুণগত মানের দিকেও নজর দিতে হবে : শিল্পমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায় জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হল্কা : গলে যাচ্ছে সড়কের পিচ বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম

সকল