২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইরাকের আধা-সামরিক বাহিনীর প্রধান বরখাস্ত

-

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি দেশটির শক্তিশালী হাশেদ আল-শাবি আধা-সামরিক বাহিনীর প্রধানকে বৃহস্পতিবার বরখাস্ত করেছেন। বাহিনীটি ইসলামিক স্টেট গ্রুপের জিহাদিদের পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খবর এএফপি’র।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী রাজনৈতিক বিভিন্ন বিষয়ে পক্ষপাতিত্ব করায় এ বাহিনীর প্রদান ফালিহ আলফায়াদকে অভিযুক্ত করেন। আর এটা নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের জন্য প্রযোজ্য নিরপেক্ষতা আইনের লঙ্ঘন।

এ কারণে ৬২ বছর বয়সী আলফায়াদকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই পদ থেকে ও তাকে অপসারণ করা হয়েছে।

আলাফায়াদ দেশের নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাদি আল-আমেরির সঙ্গে কথা বলছেন বলে প্রধানমন্ত্রী সন্দেহ করছেন। এমন সন্দেহের প্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হলো বলে ধারণা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement