২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ঝুঁকিতে সৌদি শিক্ষার্থীদের ভবিষ্যৎ

ঝুঁকিতে সৌদি শিক্ষার্থীদের ভবিষ্যৎ - সংগৃহীত

মানবাধিকার ইস্যুতে একটি বিবৃতির কারণে সম্প্রতি কূটনৈতিক দ্বন্দ্বে জড়িয়েছে কানাডা ও সৌদি আরব। এই কারণে কানাডায় পড়তে যাওয়া ৭ হাজারের বেশি শিক্ষার্থীকে দেশটি ছাড়তে বলেছে সৌদি সরকার।

আগামী সেমিস্টার শুরুর আই কানাডা ছাড়তে হবে সৌদি শিক্ষার্থীদের। এক্ষেত্রে তাদের হাতে রয়েছে এক মাসেরও কম সময়। একইসাথে শিক্ষার্থীদের জন্য কানাডায় সব ধরনের স্কলারশিপ বন্ধ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এতে ঝুঁকিতে পড়েছে সৌদি শিক্ষার্থীদের ভবিষ্যৎ। 

এ নিয়ে কানাডার ভ্যানকুভার এলাকায় ৫ বছরেরও বেশি সময় ধরে বসবাসরত এক  সৌদি শিক্ষার্থী বলেন,  ‘আমরা এখানে বাড়ি ফিরে যেতে আসিনি, পড়াশোনা করতে এসেছি। এখানে আমার সম্পূর্ণ সজ্জিত একটি দু-বেডরুমের অ্যাপার্টমেন্ট আছে। আমি দীর্ঘদিন ধরে থাকার পরিকল্পনা করছিলাম। আমার ৪ বছরের গ্র্যাজুয়েশনের মাত্র এক ক্রেডিট বাকি আছে। এখন মনে হচ্ছে তা আমি শেষ করতে পারবো না। কারণ আমাদের কানাডা ছেড়ে দেশে চলে আসতে বলা হয়েছে।

এ নিয়ে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মুবারাক আল ওসামি বলেন, মন্ত্রণালয় ফিরিয়ে আনা শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে অন্য কোনও দেশে লেখাপড়ার জন্য পাঠানোর পরিকল্পনা করছে।

সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ বেশ কয়েকজন নারী অধিকার কর্মীকে আটক করেছে, যাদের মুক্তির আবেদন জানিয়েছে কানাডা। এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষ অভ্যন্তরীণ হস্তক্ষেপের অভিযোগ এনে কানাডার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।

সৌদি আরব থেকে অধিকাংশ শিক্ষার্থীই কানাডায় ডাক্তারি পড়তে যান। ৮ হাজার ৭৬ জন শিক্ষার্থীর মধ্যে ছয় হাজার ৫০৮ জন মেডিকেলের শিক্ষার্থী।
 


আরো সংবাদ



premium cement
প্রাণিসম্পদ প্রদর্শনীতে মহিষের আক্রমণে বাবা-ছেলেসহ আহত ৪ গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ রংপুরে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা বিশ্বের অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হবে বাংলাদেশে : ধর্মমন্ত্রী সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪ অবৈধ সম্পদ : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চাপম্যান-আফ্রিদির উন্নতি

সকল