২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইরাকে জুলাইয়ে সহিংসতায় ৭১ জন বেসামরিক নাগরিক নিহত : জাতিসঙ্ঘ

ফাইল ছবি -

ইরাক জুড়ে জুলাই মাসের সহিংসতায় ৭১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। ইরাক বিষয়ক জাতিসঙ্ঘ সহযোগিতা মিশন (ইউএনএএমআই) বুধবার একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

ইউএনএএমআইয়ের এক বিবৃতিতে আরো বলা হয়, গত মাসে ইরাকে বিভিন্ন সন্ত্রাসী হামলা ও সশস্ত্র সংঘাতে ৮২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে।

এতে বলা হয়, হতাহতের এ সংখ্যায় ইরাকি সৈন্য ও নিরাপত্তা সদস্যদের হিসাব ধরা হয়নি। ইরাকি সামরিক বাহিনী এ ব্যাপারে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।

এরআগে ইউএনএএমআই ইরাকে সহিংসতায় নিরাপত্তা সদস্যদের হতাহতের পূর্ববর্তী যে সংখ্যা জানানো হয়েছিল তা সঠিক নয় উল্লেখ করে দেশটির সামরিক বাহিনী সে তথ্য প্রত্যাখান করে।

জুলাই মাসে সংঘটিত সংঘাতের যে তথ্যচিত্র দেখানো হয়েছে তাতে রাজধানী বাগদাদে সবচেয়ে বেশী বেসামরিক লোক হতাহত হয়েছে। জুলাই মাসে সেখানে মোট ৬৩ জন বেসামরিক নাগরিক হতাহত হয়। এদের মধ্যে ৩০ জন নিহত ৩৩ জন আহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কিরকুক প্রদেশে মোট ৪২ জন বেসামরিক নাগরিক হতাহত হয়। এদের মধ্যে আটজন নিহত ও ৩৪ জন আহত হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের শেষের দিকে ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইসলামিক স্টেটের জঙ্গিদের সম্পূর্ণভাবে পরাজিত করায় দেশটির নিরাপত্তা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।


আরো সংবাদ



premium cement
কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু

সকল