২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রাজনৈতিক উদ্দেশ্যে হজের ব্যবহারের অভিযোগ সিরিয়া ও কাতারের

রাজনৈতিক উদ্দেশ্যে হজের ব্যবহারের অভিযোগ সিরিয়া ও কাতারের - সংগৃহীত

সিরিয়ার ওয়াকফ মন্ত্রণালয় দাবি করেছে, সৌদি আরবের শাসকরা পবিত্র হজকে রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলে ব্যবহার করে। বিবৃতিতে বাসার আল আসাদ সরকারের অভিযোগ, সৌদি আরব গত সাত বছর ধরে সিরিয়ার নাগরিকদের হজ পালনে বাধা দিচ্ছে।

সিরিয়ায় সরকার অনুগত সেনার সঙ্গে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর প্রত্যক্ষ সংঘর্ষ চলছে। সেই সংঘর্ষ ঘিরে রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগে আন্তর্জাতিক মহল আলোড়িত। এতে বহু মানুষের মৃত্যু হয়। তবে সিরিয়া সরকার এই অভিযোগ মানতে রাজি নয়।

এমনই পরিপ্রেক্ষিতে রাশিয়ার সমর্থন রয়েছে সিরিয়া সরকারের উপর। আর মার্কিন যুক্তরাষ্ট্র শিবিরে থাকা সৌদি আরব সরাসরি সিরীয় সরকারের অবস্থানকে সমালোচনা করে।

এই পরিপ্রেক্ষিতে সিরিয়া সরকার দাবি করল, সৌদি আরব রাজনৈতিক কারণেই সিরীয় মুসলিমদের হজ পালনে বাধা দিচ্ছে। তাদের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি এবং সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের কাছে বার বার আবেদন জানিয়েও হজের সুযোগ না দেয়ার সমস্যার সমাধান হয়নি।

আগেই সৌদি আরবের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছে কাতার। তাদের সঙ্গেও সৌদি আরবের সম্পর্ক গরম। সম্প্রতি কাতার সরকারের রুশ অস্ত্র কেনার প্রতিবাদ জানিয়ে আরব জানায়, সেনা অভিযান চালানো হবে সেই দেশে।

কাতারের জাতীয় মানবাধিকার সংস্থা (এনএইচআরসি) বলেছে, হজকে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার বানিয়েছে রিয়াদ। সৌদি সরকার ইয়েমেনের নাগরিকদেরকে হজ পালনে বাধা দিচ্ছে। সৌদি নীতির বিরোধিতা করার কারণে এ ধরণের পদক্ষেপ নিয়েছে তারা।


আরো সংবাদ



premium cement