২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বিমান প্রতিরক্ষা জোরদার সিরিয়ার

বিমান প্রতিরক্ষা জোরদার সিরিয়ার - সংগৃহীত

সিরিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী গোলান মালভূমিতে ইসরাইলের ধারাবাহিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে ওই মালভূমিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী।

সিরিয়ার সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে গোলান মালভূমিতে অতিরিক্ত বিমান বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করা হবে।

ওই কর্মকর্তা আরো বলেন, এরইমধ্যে গোলান মালভূমিতে রাশিয়ায় তৈরি ‘পান্তসির এস-ওয়ান’ মোতায়েন করা হয়েছে। ইসরাইলের আগ্রাসী হামলা প্রতিহত করা হবে এসব সমরাস্ত্র দিয়ে।

সাম্প্রতিক সময়ে ইসরাইলি বাহিনী বেশ কয়েকবার সিরিয়ার বিভিন্ন এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ইসরাইল ও জর্দান সীমান্তের কাছে তৎপর উগ্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।

ওই সেনা কর্মকর্তারা জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামরিক অভিযান চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। তবে তার আগে দক্ষিণাঞ্চলীয় সরকার নিয়ন্ত্রিত শহর সিউইয়দার কোনো কোনো এলাকায় আইএস জঙ্গিদের যে উপস্থিতি রয়েছে তা নির্মূল করা হবে।

সিরীয় সীমান্তে ৭৬৪ কিলোমিটার নিরাপত্তা বেষ্টনী তুরস্কের
আনাদোলু পোস্ট ও মিডিল ইস্ট মনিটর

সিরিয়া সীমান্তে ৭৬৪ কিলোমিটার দীর্ঘ দেয়াল নির্মাণ করেছে তুরস্ক। ৫৬৩ কিলোমিটার দেয়াল নির্মাণ করেছে সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান টিওকেআই। বাকি অংশ নির্মাণের দায়িত্ব ছিল প্রদেশগুলোর। সিরিয়া সীমান্তে দীর্ঘ ওই নিরাপত্তা বেষ্টনী নির্মাণের কাজ ২০১৫ সালে শুরু করেছিল তুরস্ক।

সিরিয়া সীমান্তে নির্মিত নিরাপত্তা বেষ্টনীতে সিমেন্টের দেয়াল ছাড়াও রয়েছে ইলেক্ট্রনিক নিরাপত্তা বেষ্টনী ও নজরদারি টাওয়ার। সিমেন্টের দেয়ালের উপরিভাগে যুক্ত করা হয়েছে এক মিটার উঁচু কাঁটাতারের বেড়া।

তুরস্কের সঙ্গে সিরিয়ার প্রায় ৯১১ কিলোমিটার সীমান্ত রয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সাথে হওয়া চোরাচালান আটকানো, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য তুরস্ক ওই সীমান্ত বেষ্টনী নির্মাণ করেছে। সিরিয়া সীমান্তে তুরস্কের সানলিউরফা, গাজিয়ানটেপ, কিলিস, হাতে, মারদিনা এবং সিরনাক প্রদেশ রয়েছে।

সিমেন্টের দেওয়াল যে কংক্রিটের ব্লকগুলো দিয়ে বানানো হয়েছে তাদের একেকটির ওজন ৭ টন। এগুলো ২ মিটার প্রশস্ত এবং ৩ মিটার উঁচু। অন্যদিকে ইলেক্ট্রনিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে তাপসংবেদী ক্যামেরা, রাডার, দূরনিয়ন্ত্রিত অস্ত্র ব্যবস্থা, কম্পন ও শব্দ চিহ্নিত করতে বাসানো বিশেষ সেন্সর। এসব ছাড়াও রয়েছে সেন্সরনিয়ন্ত্রিত বাতি।


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল