২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বেইজিং-তেহরান সম্পর্ক জোরদার, ভারী পানির চুল্লি আধুনিকায়নে কাজ শুরু

বেইজিং-তেহরান সম্পর্ক জোরদার, ভারী পানির চুল্লি আধুনিকায়নে কাজ শুরু - সংগৃহীত

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন,‘আরাক’ শহরে অবস্থিত ভারী পানির চুল্লি পুনর্নির্মাণের কাজ শিগগিরই শুরু করা হবে। চীনের পক্ষ থেকে পুনর্নির্মাণ প্রক্রিয়ার সর্বশেষ পর্বের পরীক্ষার কাজ সমাপ্ত হওয়ার সাথে সাথে এ কাজ শুরু করা হবে।

কামালভান্দি আরো বলেন, আরাক ভারী পানির চুল্লি পুনর্নির্মাণের ব্যাপারে চীনের সঙ্গে তেহরানের বেশ কয়েকটি চুক্তি হয়েছে এবং সার্বিক পরীক্ষা-নিরীক্ষার পর এই নির্মাণ কাজ শুরু করা হবে। এই চুল্লির নকশা তৈরিসহ অন্যান্য প্রাথমিক কাজ শেষ করে প্রকল্পটি চীনের হাতে হস্তান্তর করা হয়েছে এবং বেইজিং অনুমোদন করার পর আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে চুল্লি নির্মাণের কাজ শুরু করা যাবে।

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বলেন, পাশ্চাত্যের সাথে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের অংশ হিসেবেই এ নির্মাণকাজ করা হবে। ওই সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার ফলে উদ্ভূত পরিস্থিতি এ নির্মাণকাজে কোনো প্রভাব ফেলবে না।

২০১৫ সালের জুলাই মাসে ছয় জাতিগোষ্ঠীর সাথে ইরানের পরমাণু সমঝোতা সই হয় যার বাস্তবায়ন শুরু হয় ২০১৬ সালের জানুয়ারি মাসে। ওই সমঝোতা বাস্তবায়নের অংশ হিসেবে ২০১৭ সালের এপ্রিল মাসে আরাক ভারী পানির চুল্লির আধুনিকায়ন ও পুনর্নির্মাণ প্রক্রিয়ার কাজে হাত দেয় তেহরান। এ কাজে ইরানকে সহযোগিতা করছে চীন।

ইসরাইলের যুগ শেষ হয়েছে, নিশ্চিহ্ন হবে ইসরাইল: ইরান

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তেহরানের বিরুদ্ধে ইসরাইলের ক্রমবর্ধমান বাগাড়ম্বর ও হুমকির সঙ্গে ইরাক এবং সিরিয়ায় পরাজিত সন্ত্রাসীদের সম্পর্ক রয়েছে। মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের আবির্ভাব এবং এ অঞ্চলে তাদের নৃশংস ও পাশবিক কর্মকাণ্ড ইসরাইলের জন্য অভাবনীয় ও সুবর্ণময় নিরাপত্তা এনে দিয়েছিল।

আলী শামখানি বলেন,  এখন ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসীদের পরাজয় যেটিকে ইসরাইল দেখছে ইরানের সাহসিকতাপূর্ণ ভূমিকার ফসল হিসেবে এর ফলে ইসরাইলের সেসব সোনালি দিন শেষ হয়ে এসেছে।

সম্প্রতি সিরিয়ায় ইরানের সামরিক অবস্থানে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ায় সামরিক ঘাঁটি প্রতিষ্ঠায় ইরানকে অনুমতি দেবে না তার সরকার।

এ প্রসঙ্গে আলী শামখানি বলেন, আমরা ইসরাইলের ক্ষোভের কারণ সম্পর্কে অবগত আছি। যে কোনো আগ্রাসীদের মোকাবেলায় নিজের স্বার্থ এবং নিরাপত্তা সুরক্ষার জন্য তেহরান কার্যকরী এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ইরানের এ কর্মকর্তা আরো বলেন, হামলা চালিয়ে পার পেয়ে যাওয়ার দিন ইসরাইলের জন্য শেষ হয়ে গেছে। সম্প্রতি অধিকৃত গোলান মালভূমিতে সিরিয়ার প্রতিশোধমূলক হামলার প্রতি ইঙ্গিত করে আলী শামখানি এ মন্তব্য করেন।

আন্তর্জাতিক আল-কুদস দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, সম্ভাব্য যেকোনো হুমকি বা আগ্রাসনের কারণে শত্রুরা নিশ্চিত ও কঠোর জবাব পাবে। ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী শত্রুর যেকোনো আগ্রাসন বা হুমকি অথবা লোভাতুর পদক্ষেপের কঠোর জবাব দিতে এক মুহূর্তও দেরি করবে না।

জেনারেল বাকেরি আরো বলেন, বিশ্ব সমীকরণে ইরানের ইসলামি বিপ্লব ছিল নতুন উপাদান। মধ্যপ্রাচ্যে ইরানের যে শক্তিশালী প্রভাব সৃষ্টি হয়েছে তা শত্রু-মিত্র সবাই স্বীকার করে এবং এটি সম্ভব হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার ‘কৌশলগত ও দূরদর্শী’ ব্যবস্থাপনা এবং দেশের জনগণের ধৈর্য ও বিচক্ষণতার কারণে।

ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, খাতামুল আম্বিয়া (স.) বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে নিযুক্ত সেনাদের একটি প্রত্যাশা হলো ইসরাইল নিশ্চিহ্ন হবে এবং মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদের পতন ঘটবে। সেনাবাহিনীর খাতামুল আম্বিয়া (স.) বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে সাবেক কমান্ডারদের বিদায়ী সম্বর্ধনা ও নতুনদের পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

মেজর জেনারেল মুসাভি আরো বলেছেন, আমরা যদিও যুদ্ধ পছন্দ করি না কিন্তু সেনারা এ প্রস্তুতি নিয়ে রেখেছে যে, কোনো দিন যদি শত্রুরা উল্টাপাল্টা কিছু করে বসে তাহলে ইরানের জবাবে শত্রুরা যেন অনুশোচনা করতে বাধ্য হয়।

খাতামুল আম্বিয়া (স.) বিমান প্রতিরক্ষা ঘাঁটির প্রধান হিসেবে নিয়োগ পাওয়ায় ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দকে অভিনন্দন জানান সেনাবাহিনী প্রধান। তিনি বলেন, এই ঘাঁটি আগের চেয়ে আরো শক্তিশালী হবে। এ সময় বিগ্রেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ বলেন, সমরশক্তি বাড়ানোকে তিনি গুরুত্ব দেবেন।

এদিকে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে নিজের আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে আমেরিকা। তবে বিশ্বের বেশিরভাগ দেশের পক্ষ থেকে এ ঘটনায় ইরানকে সমর্থন করাকে তেহরানের জন্য বিরাট সাফল্য।

ড. রুহানি শনিবার সন্ধ্যায় ইরানের আলেমদের এক সমাবেশে আরো বলেন, ইরানের ওপর চাপ প্রয়োগের জন্য এখন মার্কিনীদের হাতে কোনো অজুহাত নেই। কারণ, তেহরান তার সব আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণ করেছে। তার দেশের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিশ্বের কয়েকটি ছোট দেশ ছাড়া আর কেউ আমেরিকাকে সমর্থন দেয়নি। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বোচ্চ বিরোধিতার সম্মুখীন হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে একতরফাভাবে বের করে নেয়ার ঘোষণা দিয়ে বলেন, আগামী ছয় মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে আগের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে। অন্যদিকে ২০১৫ সালের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলো অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা আমেরিকাকে ছাড়াই এ সমঝোতা এগিয়ে নিয়ে যাবে।


আরো সংবাদ



premium cement
থামছে না পুঁজিবাজারে পতন বিনিয়োগকারীদের আর্তনাদ ভারতের লোকসভা নির্বাচনে ভোট শুরু: নাগাল্যান্ডে ভোটার উপস্থিতি প্রায় শূন্য কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী আন্দোলনে ব্যর্থ বিএনপির হাল ধরার কেউ নেই : ওবায়দুল কাদের পাবনায় ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাকসহ ২৩ জন আটক স্বচ্ছতার সাথে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে: তথ্য প্রতিমন্ত্রী মিয়ানমার বিজিপির আরো ১৩ সদস্য পালিয়ে এলো বাংলাদেশে শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে ২ ভাইকে হত্যা ইরানে ইসরাইলি হামলার খবরে বাড়ল তেল সোনার দাম যতই বাধা আসুক ইকামাতে দ্বীনের কাজ চালিয়ে যাবো : ডা: শফিকুর রহমান

সকল