২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

বাড়ি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করেই চলেছে ইসরাইলি পুলিশ

বাড়ি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করেই চলেছে ইসরাইলি পুলিশ - সংগৃহীত

নতুন বসতি নির্মাণ করতে পশ্চিম তীরের পূর্ব জেরুসালেমে আরো অন্তত ১৫টি বাড়ি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করেছে ইসরাইলি পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন উচ্ছেদ হওয়া ফিলিস্তিনিরা। যদিও কয়েকজনকে পাথর ও পানির বোতল নিক্ষেপ করতে দেখা যায় বলে জানায় মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেড জানান, বিক্ষোভের সময় পাথর ছোড়ার ঘটনায় তিন ইসরাইলি পুলিশ হালকা আঘাত পায় আর দুই বিক্ষোভকারীকে আটক করেন তাঁরা। এদিকে, উচ্ছেদ করা ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার কথা জানায় ইসরাইল সরকার। যদিও ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও আগ্রহ দেখায় তারা।

১৯৬৭ সালে ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধের সময় থেকে পশ্চিম তীরে ৬০ লাখ ফিলিস্তিনি বসবাস করছে।

 

পশ্চিমতীরে আরো আড়াই হাজার বাড়ি বানাবে ইসরাইল

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী আভিগোর লিবারম্যান বৃহস্পতিবার বলেন, তিনি পশ্চিমতীরে ৩০টি বসতিতে নতুন করে দুই হাজার পাঁচ শ’ বাড়ি নির্মাণের অনুমোদনের জন্যে প্ল্যানিং কমিটিকে অনুরোধ করবেন।

তিনি বলেন, ‘আগামী সপ্তাহে প্ল্যানিং কমিটিতে আমরা নতুন আড়াই হাজার ইউনিট নির্মাণের অনুমোদন দিতে যাচ্ছি। ২০১৮ সালের মধ্যেই বাড়িগুলো নির্মিত হবে।’

এরপর তিনি আরো এক হাজার চার শ’ বাড়ি নির্মাণের অনুমতি চাইবেন বলে জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

লিবারম্যান বলেন, ‘আমরা জুদায়েয়া ও সামারিয়ায় বাড়ি নির্মাণে বদ্ধপরিকর। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখব।’

পশ্চিমতীরে ইসরাইলের বসতি নির্মাণকে আন্তর্জাতিকভাবে অবৈধ হিসেবে গণ্য করা হয়। এছাড়া ফিলিস্তিনিরা এর ঘোর বিরোধী।


আরো সংবাদ



premium cement