২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সৌদি ও আমিরাতি পণ্য নিষিদ্ধ কাতারে

সৌদি ও আমিরাতি পণ্য নিষিদ্ধ কাতারে - ফাইল ছবি

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আরো কয়েকটি দেশের পণ্য দেশটির সব দোকান থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে কাতার।
দোহার সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সৌদি নেতৃত্বাধীন কয়েকটি দেশ প্রায় এক বছর আগে কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
কাতারের অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় এক নির্দেশে অবিলম্বে দেশটির সকল দোকান-পাট থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরের সকল প্রকার পণ্য সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করে।

নির্দেশ বাস্তবায়নে বাজার পরিদর্শকরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করবেন।
গত বছর ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর সন্ত্রাসী গ্রুপকে অর্থ সহায়তা ও ইরানের সাথে সম্পর্ক রাখার অভিযোগে কাতারকে ব্যাপকভাবে বয়কট শুরু করে।

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ২ সৌদি সেনা নিহত

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে সৌদি আরবের দুই সৈন্য নিহত হয়েছে। সৌদি আরব একথা জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

এদিকে দেশটি দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী একটি বিমানবন্দরে সৌদি সেনারা ড্রোন হামলা ব্যর্থ করেছে বলে জানিয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, শনিবার রাতে ন্যাশনাল গার্ডের ওই দুই সৈন্য ‘দক্ষিণাঞ্চলীয় সীমান্তে পাহারা দিচ্ছিল।’
উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন আরব জোট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।

গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলা

ইসরাইল শনিবার রাতে গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুতে দুটি বিমান হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ফিলিস্তিনের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা সূত্র একথা জানায়।

সূত্রটি আরো জানায়, একটি রকেট দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে হামাসের সামরিক শাখা এজেদিনে আল-কাসেম ব্রিগেডের একটি স্থাপনায় আঘাত হেনেছে। অন্যটি গাজার মধ্যাঞ্চলে আঘাত হেনেছে।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী সংগঠন হামাসের কম্পাউন্ডকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তারা দ্বিতীয় হামলার বিষয়ে কিছু জানায়নি।
আগের দিন গাজার সীমান্ত প্রাচীরে ফিলিস্তিনীদের বিক্ষোভের প্রেক্ষিতে এ হামলা চালানো হয় বলে তারা জানায়।


আরো সংবাদ



premium cement
মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২ কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু চুয়েট শিক্ষার্থীদের সড়কে অবস্থান অব্যাহত, ঘাতক বাসচালক গ্রেফতার তামাক পণ্যে সুনির্দিষ্ট করারোপের দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে ২৫ সংসদ সদস্যের চিঠি

সকল