২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বয়সসীমা ১০ বছর করার আবেদন

-

শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন প্রতিস্থাপনের বয়সসীমা ১৫ বছর করা হয়েছে। এটা ১০ বছর করা হলে অনেকের উপকার হতো। এ বিষয়ে একটি পত্রিকায় সাবেক মন্ত্রী পরিষদ সচিব লিখেছেন, ‘পুনর্বহালের মেয়াদ ১৫ বছর অনেক বেশি হয়ে গেছে। এত দিন বাঁচেন কতজন!’ মানবিক সিদ্ধান্তটি আরেকটু প্রসারিত করে একে ১০ বছরে নিয়ে এলে রাষ্ট্রীয় তহবিলে তেমন বেশি চাপ পড়বে না। ১০০ মাসের সমপরিমাণ টাকা নিয়ে শতভাগ পেনশন সমর্পণকারীরা ১৫ বছর অর্থাৎ ১২০ মাস করার জন্য অনেকেই আশা করেন। এই মানবিক দিক বিবেচনার জন্য অর্থমন্ত্রীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মানবিক দিকগুলোতে বিশেষভাবে নজর দিয়েছেন। একসময় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কম বেতনে দেশের কাজ করেছেন। তাদের অনেকেই এখন শতভাগ পেনশন সমর্পণকারী হিসেবে মাসে দুই হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা পেয়ে থাকেন।
মাসিক পেনশন না থাকায় ওই টাকা ছাড়া তাদের অন্য আয় নেই। অবসর গ্রহণকারীদের দৈন্যদশার লাঘবের জন্য বিষয়টি পুনর্বিবেচনা করা হলে, বয়সসীমা ১৫ বছর থেকে ১০ বছরে পেনশন পুনর্বহাল হতে পারে। শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন ১৫ বছর পরে পুনর্বহাল করা একটি প্রশংসনীয় উদ্যোগ। ফলে অনেকেই উপকৃত হয়েছেন। এতে ১০ বছরের শর্ত জুড়ে দিলে কত টাকা বেশি লাগবে? দেশের অর্থনৈতিক অবস্থা ভালো। বিষয়টি ভেবে দেখার জন্য এবং প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই।
প্রফেসর মো: রেজাউল হক
প্রাক্তন অধ্যাপক, ফুলবাড়ী সরকারি কলেজ, দিনাজপুর


আরো সংবাদ



premium cement