২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঢাকায় অপরিকল্পিত ভবন

-

রাজধানীর দক্ষিণাঞ্চলে অর্থাৎ পুরান ঢাকায় রাজউকের অনুমোদন ছাড়াই শত শত অপরিকল্পিত বাড়িঘর ও ভবণ নির্মাণ করা হচ্ছে। রাজউকের ইনস্পেক্টররা বিষয়টি অবগত থাকলেও নীরব-নির্বিকার। অনেক ভবনের গুণগত মান এতই খারাপ যা ভূমিকম্প বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেশ ঝুঁকিপূর্ণ। অথচ এটা দেখার কেউ নেই। আসলে হাজার হাজার বাড়িঘর, ব্যবসাকেন্দ্র ও ভবন নকশাবহির্ভূত। এ ছাড়া অনেক বাড়িঘর বা বারান্দা রাস্তা বা অলিগলির ওপর এসে পড়েছে। বিদ্যুৎ, টেলিফোনের খুঁটি কিংবা ডিশ বা ইন্টারনেটের লাইনের জন্য এটা খুবই বিপজ্জনক। এ সব এলাকায় কোনো কারণে আগুন লেগে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটলে মানুষ বাঁচার সম্ভাবনা ক্ষীণ। কারণ উদ্ধারকাজ করা এসব এলাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রাজউকের ব্যর্থতায়, অপরিকল্পিত বাড়িঘর চিহ্নিত করার জন্য ফায়ার সার্ভিসকে দায়িত্ব দেয়া যেতে পারে। সর্বত্র অপরিকল্পিত বাড়িঘর নির্মাণে রাজউকের অনিয়ম দৃশ্যমান। অনেক বাড়িঘর রাস্তা বা অলিগলির ড্রেন-নর্দমা ও সড়ক দখল করে নির্মাণ করা হয়েছে। কর্তৃপক্ষের কাজগুলো দায়সারা। আশা করি, জেলা প্রশাসন, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদফতর পুরান ঢাকায় অপরিকল্পিত ভবনগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে।
মাহবুবউদ্দিন চৌধুরী
১৭, ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা-১২০৪


আরো সংবাদ



premium cement