২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

গণতন্ত্র ও নির্বাচন

-

বাংলাদেশের সংবিধানে গণতন্ত্রের কথা বলা আছে। কিন্তু তা কার্যত কাগজকলমে সীমিত। মোদ্দা কথা, গণতন্ত্রের তেমন প্রয়োগ নেই কার্যক্ষেত্রে। কারণ, যারা গণতন্ত্র চান, মানুষের অধিকার চান, ক্ষমতাসীন মহলের ভাষায় এরা হলেন নালিশ পার্টি। এদেরই জব্দ, কোণঠাসা ও হয়রান করতে তারা হরহামেশা লেগে আছেন। সেই সাথে, একটি অভিযোগ মীমাংসা করার আগেই অন্যটিতে জড়িয়ে পড়েন। ফলে এখানে গণতন্ত্রের পরিবর্তে ক্ষমতার অপব্যবহার বা পেশিশক্তিই বেশি প্রতীয়মান। বাংলাদেশে গণতন্ত্রের উদ্ধারে সচেতন নাগরিকদের এখনি এগিয়ে আসতে হবে। গত ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে সর্বজনগৃহীত নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাই। কারণ, একটি বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া শক্তিশালী ও প্রকৃত বিরোধী দল গড়া সম্ভব হয় না। এটা ছাড়া মানুষের মধ্যে আমানতদারি হিসেবে ভোটের সময়ে দায়িত্ববোধের প্রতিফলন ঘটে না। তাই আমরা চাই, সুষ্ঠু ও সুন্দর ভোটাধিকার প্রয়োগের সুযোগ, যার অন্য নাম শান্তিপূর্ণ নির্বাচন।
মো: রফিকুল ইসলাম, কুমিল্লা


আরো সংবাদ



premium cement