২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পাখি শিকার বন্ধ করতে হবে

-

শীতকালে দেশের বিভিন্ন জলাশয়ে অতিথি পাখির আগমনে প্রকৃতির বুকে যেমন চঞ্চলতা আসে, তেমনি শিকারির শ্যেন দৃষ্টি পড়ে পাখির ওপর। প্রচণ্ড শীত থেকে রক্ষা পেতে প্রতি বছর উত্তর গোলার্ধের বিভিন্ন দেশ থেকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন ঘটে থাকে এ দেশে। শীত কমে এলে তারা ফিরে যায় নিজ নিজ দেশে। আসা-যাওয়ার সময় লোভী শিকারিদের কবলে পড়ে অনেক পাখি প্রাণ হারায়। এতে পাখিরা বিচরণক্ষেত্র পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। হাওরগুলোতে সিদ্ধ ধানের সাথে বিষ মিশিয়ে টোপ বানিয়ে অতিথি পাখি মেরে ফেলা হয়েছে। আইনত অতিথি পাখি ধরা, খাওয়া ও শিকার করা দণ্ডনীয় অপরাধ হলেও তা প্রতিপালিত হচ্ছে না। প্রকাশ্যে হাটবাজারে অতিথি পাখি বিক্রি করেও পার পেয়ে যাচ্ছে অনেকে। তাই আরো বেপরোয়া হয়ে গেছে শিকারিরা। অবিলম্বে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এ দেশকে পাখিদের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে হবে।
জাহেদুর রহমান ইকবাল
তাহেরপুর, বাগমারা, রাজশাহী

 


আরো সংবাদ



premium cement