২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইভিএম দিয়ে নির্বাচন নয়

-

বেশির ভাগ রাষ্ট্রে প্রায় একই পদ্ধতিতে জাতীয় নির্বাচন হয়ে থাকে। ইতঃপূর্বে কয়েকটি দেশে ইভিএম ব্যবহারের মাধ্যমে নতুন পদ্ধতিতে নির্বাচন করতে গিয়ে নানামুখী সমস্যা ও সমালোচনার সম্মুখীন হয়েছে সেসব দেশের নির্বাচন কমিশন। ইভিএম পদ্ধতি আধুনিক হলেও এটি অত্যন্ত জটিল যা, জনসাধারণের বোধগম্য নয়। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিকটেই। আমাদের দেশের বেশির ভাগ দল জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিপক্ষে। সেহেতু নির্বাচন কমিশন জনমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হলো, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির মাধ্যমে জাতিকে গ্রহণযোগ্য সংসদ নির্বাচন উপহার দেয়া। ভবিষ্যতের কথা না ভেবে তড়িঘড়ি করে বা জেদ ধরে কোনো কিছু করতে চাইলে তার পরিণাম শুভ হয় না। শুধু বিশেষ একটি দলকে তুষ্ট করতে গিয়ে নির্বাচন কমিশন ভুল সিদ্ধান্ত নিলে দেশে রাজনৈতিক অস্থিরতা প্রকট আকার ধারণ করতে পারে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর রাষ্ট্রের কল্যাণ ও নিরাপত্তা অনেকটা নির্ভরশীল। জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর মতামতের গুরুত্ব দিয়ে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করতে নির্বাচন কমিশনকে সনির্বন্ধ অনুরোধ করছি।
সাধারণ মানুষের পক্ষে
মো: নাজমুল আলম
ঢাকা


আরো সংবাদ



premium cement