২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বৃক্ষরোপণ করুন

-

এখন বৃক্ষরোপণের উত্তম সময়। চার দিকে বিভিন্ন সংগঠন এবং এনজিও শুরু করেছে বৃক্ষরোপণ অভিযান। এই সময় বৃক্ষ রোপণ করলে অতিরিক্ত পরিচর্যা এবং সেচও লাগে না। খুবই দ্রুততার সাথে গাছগুলো বেড়ে ওঠে। বিভিন্ন ধরনের গাছের চারা যেমনÑ আম, জাম, কাঁঠাল, কলা, তাল, লিচু, জামরুল, পেয়ারা, নারিকেল, আমলকী, কামরাঙ্গা, জলপাই, আঙুর, বেদানা, মেহগনি, সেগুন, শিশু, অশ্বত্থ, বট, জারুল, হিজল, বাতাবিলেবু ইত্যাদি লাগাতে পারেন। এ ছাড়া বিভিন্ন ধরনের ফুলের চারা যেমনÑ গোলাপ, জবা, রজনীগন্ধা, টাইমফুল লাগাতে পারেন আপনার বাড়ির আঙিনায় কিংবা ছাদের ওপর মাটির টবে। বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণে পানি, আলো-বাতাস পাওয়ার ফলে চারাগুলো বেড়ে ওঠে খুব তাড়াতাড়ি। বৃক্ষ আমাদের পরম বন্ধু হিসেবে অক্সিজেন দেয়। কাঠ আমাদের আসবাবপত্র তৈরি করতে সাহায্য করে এবং জ্বালানির চাহিদা পূরণ করে। ফুলের গাছগুলো গৃহের সৌন্দর্য বৃদ্ধি করে। আসুন, আমরা সবাই এই মওসুমে বৃক্ষ রোপণ করি।
মো: ওসমান গণি শুভ
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


আরো সংবাদ



premium cement