২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সম্ভাবনাময় বাঁশখালীর সমস্যা

-

চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা বাঁশখালী। আয়তন ৩৯২ বর্গকিলোমিটার। এখানে রয়েছে ৩৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত, বাংলাদেশের দীর্ঘতম ঝুলন্ত সেতু, চা-বাগান, ইকোপার্কসহ বহু পর্যটন স্পট। উপমহাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর আবদুল করিম, কেন্দ্রীয় শহিদমিনারের অন্যতম ভাস্কর নভেরা আহমেদ, সাহিত্যিক আসহাব উদ্দীন আহমদসহ অনেকেই বাঁশখালীর মানুষ। পর্যটন স্পটগুলোতে নিত্যদিন পর্যটকের ঢল নামে। সরকারের পর্যটন মন্ত্রণালয়ের সুদৃষ্টি পড়লে বাঁশখালী হতে পারে ‘দ্বিতীয় কক্সবাজার’। খুলতে পারে সরকারের রাজস্ব আদায়ের আরেকটি বিরাট দ্বার।
সম্ভাবনাময় জনপদ বাঁশখালীর দু’টি সমস্যা রয়েছে। এগুলো এলাকার প্রধান সমস্যায় রূপান্তরিত হয়েছে। বাঁশখালীর বিদ্যুৎব্যবস্থা অত্যন্ত নাজুক। মানুষের ভাষায়Ñ ‘এখানে বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে।’
ভয়াবহ লোডশেডিং বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বাঁশখালীর অগ্রগতিতে বাধার সৃষ্টি করছে। এখানকার মানুষ লোডশেডিংয়ের ভয়ে তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন ব্যবসাসহ অনেক কাজ সম্পাদন থেকে বিরত রয়েছেন। আরেকটি সমস্যা হচ্ছে পরিবহন ব্যবস্থায় অনিয়ম ও নৈরাজ্য। এখানে বহু গাড়ি ফিটনেসহীন। নেই চালকের লাইসেন্স। তদুপরি চালকদের কাছে যাত্রীরা জিম্মি। হাতিয়ে নেয়া হয় অতিরিক্ত ভাড়া। বিশেষ করে ছুটির দিনে এটা বেশি। বাঁশখালীর অগ্রযাত্রার পথ সুগম করতে সমস্যাগুলোর সমাধান হওয়া উচিত। বাঁশখালীবাসীর পক্ষে এ জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
মুহাম্মদ তাফহীমুল ইসলাম
চেচুরিয়া, বাঁশখালী, চট্টগ্রাম


আরো সংবাদ



premium cement