২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পর্যটন শিল্পকে গুরুত্ব দিন

-

পৃথিবীর উন্নত দেশগুলো পর্যটন শিল্পকে এগিয়ে নেয়ার জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছে। বিশ্বব্যাপী পর্যটন সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় আয়ের একটি উল্লেখযোগ্য অংশ আসে এই খাত থেকে। কিন্তু বাংলাদেশে এই খাতের আয় জাতীয়পর্যায়ে তেমন অবদান রাখতে পারছে না। অথচ আমাদের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা। আমাদের মতো নদী পৃথিবীর আর কয়টা দেশে আছে? মাত্র একটি নদী দিয়ে পৃথিবীর অনেক দেশ কয়েকগুণ বেশি আয় করেছে।
আমাদের রয়েছে কক্সবাজার, কিন্তু বিদেশী পর্যটক কম। আমাদের রয়েছে সুন্দরবন, কিন্তু ইকো টুরিজমের পরিবেশ গড়ে ওঠেনি। নিরাপত্তার অভাবে সেখানে বিদেশীদের যাওয়ার সুযোগ কম। প্রতœতাত্ত্বিক নিদর্শনগুলো যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে নিঃশেষ হতে চলেছে। প্রচার ছাড়া পর্যটকদের আকৃষ্ট করা যায় না। অবকাঠামোগত সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে। সর্বত্র নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে। সরকার আন্তরিক হলে এই খাতে দ্রুত উন্নতি সম্ভব।
জাহেদুর রহমান
তাহেরপুর পৌরসভা, বাগমারা, রাজশাহী


আরো সংবাদ



premium cement

সকল