২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

প্রধানমন্ত্রী সমীপে

-

আমি বাংলাদেশের একজন কৃষক পরিবারের সন্তান। আমার মতো হাজারো ছেলেমেয়ে গ্রাম থেকে এসে ঢাকায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। পড়াশুনা করতে গিয়ে কাউকে হোস্টেলে, কাউকে মেস ভাড়া করে থাকতে হচ্ছে। কিন্তু মাস শেষে ভাড়া না দিতে পারলে ওদের সাথে যে দুর্ব্যবহার করা হয়, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। অনেক বাড়ির মালিক বলেন, লেখাপড়া শিখে কী করবে? ভাড়া দিতে পার না, ঢাকা শহর কেন আসো ইত্যাদি। অনেক মালিক ছাত্রদের বাড়ি থেকে বের করে রুমে তালা লাগিয়ে দেন। এ ছাড়া কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গেলে নানা বিড়ম্বনায় পড়তে হয়। বাসে ওঠা যায় না। রাস্তাঘাটে সীমাহীন জ্যাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটে লেখাপড়া করছি। ক্লাস করতে কোনো দিন বাসে, কোনো দিন হেঁটে বিশ্ববিদ্যালয়ে যাই। মানিকনগর থেকে হেঁটে মতিঝিল শাপলা চত্বর হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে যাওয়ার সময় ফুটপাথ দিয়ে হাঁটা যায় না। কারণ, হাঁটার জায়গায় অস্থায়ী দোকান বসিয়ে রাখায় মানুষ চলতে পারে না। তাই ২০ মিনিটের পথ যেতে সময় লাগে এক ঘণ্টা। ফুটপাথ হকারমুক্ত করার জন্য তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করুন। ফুটপাথগুলো থেকে দোকান সরিয়ে দিন। সাধারণ মানুষ যাতে অনায়াসে হাঁটাচলা করতে পারে সে পরিবেশ ফিরিয়ে আনুন।
নাসির উদ্দীন মুন্সী

 


আরো সংবাদ



premium cement