১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক

-

ইজিবাইক খুব পরিচিত বাহন। প্রতিদিনই অফিস বা স্কুল-কলেজ, মাদরাসায় যাওয়া-আসা করতে হয় এর মাধ্যমে। কিন্তু ইজিবাইক ব্যয় করছে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ। ফলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাওয়া সত্ত্বেও দেশে ঘটছে লোডশেডিং। নোয়াখালীর সেনবাগ এলাকার চাষিরহাট, বারগাঁও, অম্বরনগর, নাটেশ্বর, ছাতারপাইয়া, কেশারপাড়, মোহাম্মদপুর, বীজবাগ, ডমুরুয়া, কাদরা, অর্জুনতলা, কাবিলপুর প্রভৃতি জনপদে ইজিবাইক চলাচল করে থাকে। বিভিন্ন গ্রামে ইজিবাইক এত বেড়েছে যে, মানুষের চলাফেরাও বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে ছাতারপাইয়া ইউনিয়ন এখন পুরোটাই ইজিবাইকের দখলে। একটি ইজিবাইকে আসনসংখ্যা ছয়, যাত্রী আটজন করে যাতায়াত করেন। বাংলাদেশে ইজিবাইকের সংখ্যা ১০ লাখেরও ওপরে, যা প্রতিদিন ‘গিলে খাচ্ছে’ ২৫০ কোটি টাকার বিদ্যুৎ। অবিলম্বে ইজিবাইক নিয়ন্ত্রণের পদক্ষেপ নিতে হবে।
মোহাম্মদ গিয়াস উদ্দিন হৃদয়
সংবাদকর্মী, ৫৫ মতিঝিল বা/এ, ঢাকা


আরো সংবাদ



premium cement