২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মেহদীপুর-আবদুল নবী সড়ক উন্নয়ন

-

ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার মেহ্দীপুর-আবদুল নবী সড়ক’ একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। প্রতিদিন শত শত লোক এই রাস্তা দিয়ে চলাচল করে। বর্ষাকালে রাস্তাটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ সময়ে জনগণের দুর্ভোগ চরমে ওঠে। তাই রাস্তাটি জরুরি ভিত্তিতে পাকা করা প্রয়োজন। রাস্তাটির ৯২০ মিটার (চেইন ০০-৯২০ মিটার) বিগত ২০১৩-১৪ অর্থবছরে এঘচ-২ প্রকল্পের আওতায় পাকা করা হয়েছে। মেহদীপুর বিআর খান বাড়ি থেকে আবদুল নবী মান্নান মিজি বাড়ি ও শাহাব উদ্দিনের দোকান পর্যন্ত অসমাপ্ত (চেইন-৯২০-২১০০ মিটার পর্যন্ত) অংশটি পাকা করা হলে জনগণের দুর্ভোগ লাঘব হবে। জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে ফেনী-৩ আসনের এমপির এক লিখিত প্রশ্নের জবাবে এলজিআরডিমন্ত্রী ‘মেহ্দীপুর বিআর খান বাড়ি থেকে আবদুল নবী মান্নান মিজি বাড়ি শাহাব উদ্দিনের দোকান পর্যন্ত’ অংশটি সম্ভাব্যতা যাচাইপূর্বক যথাসময়ে পাকা করার আশ্বাস দেন। এ জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কাছে আবেদন করছি।
এম সাদেক সোনার, ফার্মগেট, ঢাকা


আরো সংবাদ



premium cement