২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
মানবতাবিরোধী অপরাধ

সুনামগঞ্জের ১১ জনের বিরুদ্ধে ৪টি অভিযোগ প্রস্তুত

-

মানবতাবিরোধী অপরাধের মামলায় সুনামগঞ্জের ১১ জনের বিরুদ্ধে চারটি অভিযোগে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৭১তম তদন্ত প্রতিবেদন।

আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের ২১ মার্চ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শিগগিরই এ প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করা হবে বলেও জানান জ্যেষ্ঠ কর্মকর্তা এম. সানাউল হক।

সোমবার রাজধানীর ধানমন্ডির তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হাননান খান সাংবাদিকদের এ তথ্য জানান।

আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগ হলো, পাঁচজন বীরাঙ্গনাসহ ৩৪ জনকে হত্যা, ৩০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া, ৩১ জনকে অপহরণ ও ১৪ জনের উপর অমানবিক নির্যাতন।

তাদের বিরুদ্ধে চারটি অভিযোগে তিন ভলিয়মে ১৫০ পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

মামলায় মোট ১১ আসামির মধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ছয়জন হলেন, মো: সিদ্দিকুর রহমান (৬১) মোহাম্মদ জুবায়ের মনির (৬২), মো: জাকির হোসেন (৬২) মো: তোতা মিয়া টেইলার (৮১), মো: আব্দুল জলিল (৭১) ও মো: আব্দুর রশিদ (৬০)। বাকি ৫ আসামি এখনো পলাতক।

২০১৬ সালের ২১ মার্চ এ মামলার তদন্ত শুরু করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নূর মোহাম্মদ। এরপর চলতি জুন মাসের ১৭ জুন তদন্ত সম্পন্ন করা হয়।

এ মামলার আইওসহ মোট ৩৩ জনকে সাক্ষী করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় নিরীহ-নিরস্ত্র বাঙালিদের হত্যা, গণহত্যা চালিয়েছিলেন আসামিরা।


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল