২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

খালেদা জিয়ার মামলার আদালত পরিবর্তনের প্রজ্ঞাপন বাতিল চেয়ে রিট

পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার ও বকশিবাজারে ঢাকা আলীয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে খালেদা জিযার মামলারগুলোর বিচার চলছিল - ছবি : নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলাগুলোর বিচারের জন্য আদালত স্থানান্তর করে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়ার প্রজ্ঞাপন স্থগিত ও বাতিল চেয়ে রিট আবেদন করা হয়েছে।

আজ রোববার খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি জমা দেন তার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। তার সাথে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

পরে কায়সার কামাল নয়া দিগন্তকে জানান, আগামীকাল সোমবার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।

উল্লেখ্য, পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার ও বকশিবাজারে ঢাকা আলীয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে বিচারাধীন খালেদা জিয়ার মামলাগুলোর বিচারে কেরানীগঞ্জে স্থানাস্তরিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে নতুন করে অস্থায়ী বিশেষ আদালত স্থাপন করে সরকার। এ বিষয়ে গত ১২ মে একটি প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে এ পর্যন্ত খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ তিনটি মামলার শুনানি হয়েছে। মামলাগুলো হলো, নাইকো, গ্যাটকো ও বড়পুকুরিয়া দুর্নীতি মামলা।

দীর্ঘ এক বছরের বেশি সময় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন খালেদা জিয়া। গত ১ এপ্রিল চিকিৎসার জন্য তাকে সেখান থেকে হাসপাতালে নেয়া হয়।


আরো সংবাদ



premium cement
‘কাম না করলে তো ভাত জুটবো না, তাই রোইদের মধ্যেই কাম করি’ গাজা ইস্যুতে ইউরোপের নীতির সমালোচনায় অ্যামনেস্টি রানা প্লাজা ধসের ১১ বছর গাজা যুদ্ধ নিয়ে প্রতিবাদ : নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ১৩৩ জন গ্রেফতার বিপজ্জনক মাত্রার অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকে বাঁচবেন কিভাবে বিয়ের বাজার শেষে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড সফরে যাচ্ছেন ভারতীয় ৩ সংস্থার মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান সাবেক শিবির নেতা সুমনের পিতার মৃত্যুতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের শোক গণকবরে লাশ খুঁজছেন শত শত ফিলিস্তিনি মা ভারতের লোকসভা নির্বাচনে আলোচনায় নেতাদের ভাই-বোন ও সন্তান সংখ্যা

সকল