২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সুপ্রিম কোর্টের অনুরোধ প্রত্যাহারের দাবি বিএফইউজে’র

-

বিচারাধীন কোনো বিষয়ে সংবাদ পরিবেশন বা টিভিতে স্ক্রল দেয়া থেকে বিরত থাকার ব্যাপারে সুপ্রিম কোর্ট প্রশাসনের অনুরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ বলেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপিতে বিচারাধীন মামলার সংবাদ প্রকাশ না করার যে অনুরোধ জানানো হয়েছে তা অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে চায়।

নেতৃবৃন্দ বলেন, একদিকে তথ্য অধিকার আইন পাস করা হয়েছে, অন্যদিকে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আদালতের নির্দেশনা দেয়া হচ্ছে যা রীতিমতো সাংঘর্ষিক।

নেতৃবৃন্দ অবিলম্বে এ নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান।


আরো সংবাদ



premium cement