২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নাইকো মামলার পরবর্তী শুনানি ৬ মে

-

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো মামলার পরবর্তী শুনানি আগামী ৬ মে।

পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আজ মঙ্গলবার নতুন এ তারিখ নির্ধারণ করেন।

আজ অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের উপর শুনানি হওয়ার কথা ছিল।

আজ খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ আদালতকে জানান, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ চিকিৎসায় দীর্ঘ সময় প্রয়োজন।’ তাই মামলার পরবর্তী শুনানির জন্য একটা দীর্ঘ সময় প্রার্থনা করেন তিনি।

তার সাথে ছিলেন জিয়াউদ্দিন জিয়া ও জাকির হোসেন ভূঁইয়া।

অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল। তিনিও খালেদা জিয়ার অসুস্থতার কথা আদালতকে জানান।

পরে আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী ৬ মে পরবর্তী তারিখ নির্ধারণ করেন।


আরো সংবাদ



premium cement