২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
ঢাকা ও নড়াইলে মানহানির মামলা

দুই মামলায় খালেদা জিয়ার জামিন বৃদ্ধি

বিএনপি
খালেদা জিয়া - ফাইল ছবি

ঢাকা ও নড়াইলে করা মানহানির দুই মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আরো এক বছর বাড়িয়েছে আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি আ: হাফিজ ও বিচারপতি মুহিউদ্দিন শামীমের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার পক্ষে করা আবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট এএইচএম কামরুজ্জামান মামুন ও ফাইয়াজ জিবরান মইন।

ঢাকার মামলাটি করেছিলেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ও নড়াইলের মামলাটি করেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

মামলাগুলোতে এর আগে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন খালেদা জিয়া।

মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর একটি মন্তব্য করার অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। স্থানীয় রায়হান ফারুকী ইমাম বাদি হয়ে মামলাটি করেন।

এ মামলায় গত বছরের ১৩ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট।

এ দিকে, ২০১৬ সালের ৫ জানুয়ারি এবি সিদ্দিকীর করা মামলায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত গতবছরের ৭ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেন। এরপর খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করলে গত ১৪ আগস্ট আদালত তাকে ৬ মাসের জামিন দেন।


আরো সংবাদ



premium cement