১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল

-

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস চেয়ে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আবেদনে তিনি জামিনও চেয়েছেন।

আজ রোববার দুপুরের পর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আবেদনটি ৭০০-রও বেশি পৃষ্ঠার বলে তিনি জানান।

গত ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেন পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান।

এ মামলায় তাকে ১০ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়। অনাদায়ে ভোগে করতে হবে আরো ছয় মাসের কারাদণ্ড। এছাড়া এ মামলায় অপর তিন আসামি হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানকেও একই দণ্ডে দণ্ডিত করা হয়।

একই সাথে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে রাজধানীর কাকরাইলে সুরাইয়া বেগমের কাছ থেকে কেনা ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বেগম খালেদা জিয়া পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ আছেন।


আরো সংবাদ



premium cement