২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

তফসিল বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের প্রতিকী অনশন

সুপ্রীম কোর্টের আইনজীবীদের অনশন। - ছবি: নয়া দিগন্ত

‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, তারেক রহমানের দণ্ডাদেশ বাতিল, ব্যারিস্টার মইনুল হোসেনসহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহারের’ দাবিতে প্রতিকী অনশন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট বার ভবনের সভাপতির কক্ষের সামনে জাতীয় যুব আইনজীবী ঐক্যফন্ট আয়োজিত প্রতিকী অনশনে সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ শতাধিক আইনজীবী অংশ নেন।

বেলা ১টা থেকে ২টা পর্যন্ত আইনজীবীরা অনশন করেন। দুপুর ২টায় অ্যাডভোকেট জয়নুল আবেদীন আইনজীবীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করেন।

আইনজীবী আয়েশা আক্তারের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন আইনজীবী তৈমূর আলম খন্দকার, মনির হোসেন, আবেদ রাজা, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, গাজী কামরুল ইসলাম সজল, মো: আলী, মো: ফারুক হোসেন, আইয়ুব আলী আশ্রাফী, আনিছুর রহমান খান, নাছরিন আক্তার, কাজী জয়নাল আবেদীন, মতিলাল ব্যাপারী, শরীফ ইউ আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়া কারাগারে আছেন। মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। জাতীয় নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে তা অবিলম্বে বাতিল করে। নতুন তফসিল ঘোষণা করতে হবে। তারেক রহমান, ব্যারিস্টার মইনুল হোসেনসহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

জয়নুল আবেদীন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আইনজীবীদের আন্দোলন চলছে, চলবে।

মনির হোসেন বলেন, দেশে এখন নির্বাচনের পরিবেশ নেই। যারা নির্বাচনে যাবেন তারা ১৬ কোটি মানুষের অধিকার নিশ্চিহ্ন করবেন। আর যারা যাবেন না তারা খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে অংশ নেবেন। আন্দোলন করে আমরা খালেদা জিয়াকে মুক্ত করব।


আরো সংবাদ



premium cement
গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ছেলে হারা মা সাথিয়ার কান্না যেন থামছেই না বৃষ্টির জন্য নারায়ণগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় প্রবাসী স্ত্রী থেকে প্রতারণার মাধ্যেমে দেড় লাখ টাকা চাঁদা আদায়, ছাত্রলীগ নেতাকে শোকজ কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট আশ্রয় নিলেন মিয়ানমারের আরো ৪৬ বিজিপি সদস্য উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা কক্সবাজারে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

সকল