২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`
হজ ও ওমরা নীতি লংঘ

অতিরিক্ত যাত্রী পাঠানোর দায়ে শাস্তি পেল ৩৪ ওমরা এজেন্সি

অতিরিক্ত যাত্রী পাঠানোর দায়ে শাস্তি পেল ৩৪ ওমরা এজেন্সি - সংগৃহীত

হজ ও ওমরা নীতি লংঘন করায় ৩৪টি এজেন্সিকে শাস্তি দিয়েছে ধর্মমন্ত্রণালয়। অনুমতি ছাড়াই নির্ধারিত কোটার অতিরিক্ত যাত্রী সৌদি আরবে পাঠানোর অপরাধে তাদেরকে সতর্ক করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর এসব এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল মন্ত্রণালয়। অভিযোগ প্রমানিত হওয়ায় চূড়ান্ত শাস্তির প্রথম পর্যায়ে তাদের সতর্ক করা হল। পরপর তিনবার একই ধরনের কাজ করলে তাদের লাইসেন্স বাতিল করার বিধান রয়েছে। এদিকে একই অপরাধে গত মাসে ১১টি এজেন্সিকে ওমরা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়।

জাতীয় হজ ও ওমরা নীতি ১৪৩৯ হিজরি (২০১৮ খ্রি:) অনুসারে কোন ওমরা এজেন্সি বছরে সর্বোচ্চ ৫০০ যাত্রী পাঠাতে পারবে। কিন্তু নিয়ম লংঘন করে অনেক এজেন্সি এর থেকে বেশি সংখ্যক ওমরা যাত্রী সৌদি আরব পাঠিয়েছেন। এ সংখ্যা ৫০১ থেকে শুরু করে ৫ হাজার ৮১৩ জন পর্যন্ত রয়েছে। এ কারণে গত ২৩ সেপ্টেম্বর এসব এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেয় ধর্মমন্ত্রণালয়। তাদেরকে সাত দিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়। তাদের জবাবের প্রেক্ষিতে ও কৃত অপরাধ বিবেচনায় গত বৃহস্পতিবার ধর্মমন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক আদেশে ৩৪টি এজেন্সিকে সতর্কীকরণ শাস্তি দেয়া হয়। হজ ও ওমরা নীতি-১৪৩৯ হিজরি (২০১৮ খ্রি) এর অনুচ্ছেদ নং- ২১.২.৩ এর নির্দেশনা লংঘন করায় তাদেরকে এ শাস্তি দেয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে তাদের ব্রিুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেয়া হয় এ আদেশে।

শাস্তিপ্রাপ্ত ওমরা এজেন্সিগুলো হল-এয়ার স্পিড (লাইসেন্স নং-১), কক্সবাজার ওভারসিস (১১), ডায়নেস্টি ট্রাভেলস লিমিটেড (১২), নর্থ সাউথ ট্রাভেলস লিমিটেড (২৩), শাহিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস (২৮), প্রগতি ট্রাভেলস (৫২), জমজম ইন্টারন্যাশনাল (৬৬), কমবাইন্ড ট্রাভেলস ইন্টারন্যাশনাল (২১৩), নাহার ইন্টারন্যাশনাল (২৩৯), পারাবাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (২৬৩), কেয়া এন্টারপ্রাইজ ট্রাভেলস (৩০৯), কেএনসি ট্রাভেল কোম্পানি (৩১০), ওভারসিস লিংকস লিমিটেড (৩২২), রেডিয়েন্ট ওভারসিস (৩২৫), ট্রাভিলন এয়ার সার্ভিসেস (৩৪২), আফনান এয়ার ইন্টারন্যাশনাল (৩৪৬), শাহজালাল ওভারসিস (৩৭১), আলী এয়ার ট্রাভেলস (৩৭৪), লিনতাস ট্রাভেলস (৩৭৬), হাসনাইন ট্রাভেলস (৩৮১), ফ্যান্টাসি ইন্টারন্যাশনাল (৩৮৬), হারাম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস (৩৯৭), দারুল ইমান ইন্টারন্যাশনাল (৪২১), কপোতাক্ষ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (৪২২), দোলা ফকির এয়ার সার্ভিসেস (৪২৩), সিয়াম এভিয়েশন (৪২৮), মোজদালিফা এভিয়েশন (৪২৯), সৈয়দ এভিয়েশন সার্ভিসেস (৪৩০), জুবায়ের ট্রাভেলস (৪৪৫), তাহসিন ট্রাভেলস (৪৪৭), অশোক ট্রাভেলস (৪৫৩), রাহাত ট্রাভেলস (৪৫৬), টাইম হলিডেস (৪৬৭) এবং ঈদগাহ ট্রাভেলস (৪৭১)।

আরো পড়ুন : সরকারি খরচে হজ : কারা যাচ্ছেন, পাবেন কী কী সুবিধা
নিজস্ব প্রতিবেদক ০৪ আগস্ট ২০১৮, ০৭:০৩

এ বছর সরকারি খরচে হজে যাচ্ছেন ২২৯ জন ধর্মপ্রাণ মুসলমান। এসব ব্যক্তি হজে প্যাকেজ-২ এর সুযোগ-সুবিধা পাবেন। এতে হজযাত্রী প্রতি সরকারের খরচ হবে তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। মোট খরচ হবে সাত কোটি ৫৮ লাখ ৮১ হাজার ২১১ টাকা। আগামী ৯ আগস্ট এসব ধর্মপ্রাণ ব্যক্তিদের সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। 

প্রতি বছর বাংলাদেশ থেকে সরকারি খরচে বেশকিছু ধর্মপ্রাণ মুসলমান হজ করতে যান। এ বছরও সেলক্ষ্যে ২২৯ জন ব্যক্তির তালিকা তৈরি করেছে সরকার। গত বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় এ বছর রাষ্ট্রীয় খরচে হজে যাওয়া ধর্মপ্রাণ মুসলমানদের সর্বশেষ সংশোধিত তালিকা প্রকাশ করে। এতে দেখা যায়, রাষ্ট্রপতির কার্যালয়ের ১৫ জন কর্মচারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন কর্মচারী, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্কাউটার, রোভার স্কাউট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, মাদরাসা শিক্ষক, মসজিদের ইমাম ও খতিব, সরকারপন্থী সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন জেলার নেতা এবং বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।


ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানান হয়, রাষ্ট্রীয় খরচে হজ পালনকারীরা ফ্লাইট প্রাপ্তিসাপেক্ষে আগামী ৯ আগস্ট সৌদি আরবে যাবেন এবং ১৭ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন। তাদের ভ্রমণ ব্যয় চলতি অর্থবছরে ধর্ম মন্ত্রণালয়ের ‘বাংলাদেশের বাইরে হজ বাবদ ব্যয়’ খাতে বরাদ্দকৃত অর্থ থেকে বহন করা হবে। খাবার খরচ ৩০ হাজার টাকা ছাড়া অন্য কোনো ব্যয় অথবা ভাতা প্রাপ্য হবেন না। খাবার খরচের ৩০ হাজার টাকার মধ্যে মদিনায় খাবার খরচ বাবদ ছয় হাজার ৭০০ টাকা কেটে রেখে অন্য ২৩ হাজার ৩০০ টাকা ঢাকার আশকোনা হজ অফিস থেকে নগদ প্রদান করা হবে। এ ছাড়া তালিকায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সৌদি আরবে অবস্থানকালে নিজ নিজ কর্মস্থল থেকে বাংলাদেশের স্থানীয় মুদ্রায় বেতনভাতা প্রাপ্য হবেন। 


আরো সংবাদ



premium cement
সড়ক উন্নয়ন প্রকল্পে চুক্তি স্বাক্ষর করল তুর্কি, ইরাক, কাতার, সংযুক্ত আরব আমিরাত ঢাকায় ‘হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ‘আমার শিশু মেয়েটির যে সর্বনাশ সে করেছে’ বান্দরবানের ৩ উপজেলায় নির্বাচন স্থগিত চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজে মুসুল্লিদের ঢল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সকল