২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বেসরকারি বিশ্ববিদ্যায়ের ১২ শিক্ষার্থীর জামিন নাকচ

ফাইল ছবি - সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে ‘পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের’ ২ মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার তাদের পক্ষে আইনজীবী বাড্ডা ও ভাটারা থানায় পৃথক ২ মামলায় ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানার আদালত জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন নামঞ্জুর করেন।
যাদের জামিন নাকচ করা হয়েছে তারা হলো - সাখাওয়াত হোসেন নিঝুম, শিহাব শাহরিয়ার, সাবের আহম্মেদ উল্লাস, আজিজুল করিম অন্তর, মাসহাদ মুর্তজা আহাদ, রাশেদুল ইসলাম, মুশফিকুর রহমান, রেদোয়ান আহম্মেদ, তরিকুল ইসলাম, রেজা রিফাত আখলাক, সীমান্ত সরকার ও ইকতিদার হোসেন।
গত ৭ আগস্ট ২২ শিক্ষার্থীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৯ আগস্ট ওই ১২ জনসহ ২২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ২২ শিক্ষার্থীর মধ্যে ১৪ জন বাড্ডা থানার এবং ৮ জন ভাটারা থানার মামলার আসামি। আর এরা বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথ ইস্ট, ব্র্যাক এবং আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।


আরো সংবাদ



premium cement