২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

লোডশেডিংয়ের কবলে সুপ্রিম কোর্ট

-

বিচার চলাকালে হঠাৎ করে লোডশেডিংয়ের কবলে পড়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট । বিচার চলাকালীন সময়ে আদালত কক্ষগুলোতে তখন অন্ধকার নেমে আসে। আজ রোববার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সকল আদালতেই বিচারকেরা বিচারকাজ চালিয়ে যান। তবে, স্বাভাবিক কার্যক্রমে অনেকটাই ছেদ পড়ে। আইনজীবীরাও ঘর্মাক্ত শরীরে আদালতে থেকে বিচার কার্যক্রম পর্যবেক্ষণ ও শুনানিতে অংশ নেন।

এদিকে, হঠাৎ করেই সুপ্রিম কোর্টে বিদ্যুৎ বিভ্রাটের পর পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর হয়ে উঠে, তাৎক্ষণিক পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদ্যুৎ সংযোগে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। ২২ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, দেশের সর্বোচ্চ আদালতে বিচার চলাকালীন ২২ মিনিট বিদ্যুৎ না থাকা নজিরবিহীন।


আরো সংবাদ



premium cement

সকল