২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

দীপন হত্যা মামলায় তদন্ত অগ্রগতির প্রতিবেদন ৩১ জুলাই

দীপন হত্যা মামলায় তদন্ত অগ্রগতির প্রতিবেদন ৩১ জুলাই। - সংগৃহীত

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় তদন্ত অগ্রগতির প্রতিবেদন ৩১ জুলাই। গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত সংক্রান্তে কোন প্রতিবেদন আদালতে দাখিল করেনি। সেজন্য ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব মামলার নথি পর্যালোচনা করে উপরোক্ত মর্মে তারিখ ধার্য্য করেন।

উল্লেখ্য-২০১৫ সালের ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেদিন বিকেলে তার স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়ের করার পর বিভিন্ন সময় আনসারুল্লাহ বাংলাটিমের তিন সদস্যকে গ্রেফতার করে তদন্ত সংস্থা। তারা হলেন-মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলাম। তারা কারাগারে আটক রয়েছে।


আরো সংবাদ



premium cement