১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলার শুনানি ২৫ জুলাই

-

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২৫ জুলাই ধার্য করেছেন আদালত।

আজ সোমবার পুরান ঢাকার বকশীবাজারস্থ কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মাহমুদুল কবীরের আদালতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে মামলাটি অভিযোগ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিন কুমিল্লায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানিতে অংশ নেয়ার কারণে মওদুদ আহমদ আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ সময়ের আবেদন করেন।

আদালত আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ২৫ জুলাই ঠিক করেন।

এদিন মামলার প্রধান আসামি খালেদা জিয়ার অন্য মামলায় কারাগারে থাকার বিষয়টি আদালতকে অবহিত করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।


আরো সংবাদ



premium cement